আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালিংকের নয়া কালচার : অসময়ে ফোন করে রেকর্ড করা বিজ্ঞাপনের লাইন আবৃতি করা

মনের কথা বলতে আসছি......।

আজকে সকালে ঘুমায় ছিলাম, ৮টার দিকে আসলো ফোন। ০১৯১ ১৩১ ০৯০০। ধরলাম। এরপর দেখি কমপুটারের এক মহিলা সালাম দিয়া সমানে কইয়া যাইতাছে "হেন" নামবারে ফুন দিয়া "হেন" কোম্পানির নাম উচ্চারন করলেই হেই কোম্পানির সমস্ত ফুন নামবার আমারে জানায় দিবো আরো কি কি যেনো কইলো।

এডি কইয়া ২২ সেকেন্ডের মাথায় ফোনডা রাইখা দিলো! আমার তো ততখনে কি না কি হইছে ভাইবা ঘুম টুম শেষ!!! দুচোখ মেইলা বুঝার চেষ্টা করতাছি আসলে কি হইছে। আমার কি টাকা কাটছে নাকি। পড়ে দেখলাম সবই ঠিক আচে। টাকা যায় নাই। এডা স্রেফ বিজ্ঞাপন।

পেপার রেডিও টিভিতে যেমন দেখে থাকি। **বি:দ্র: সকালে ঘুম ভাংগার পর এরপর আর ঘুম আসে নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.