আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালিংকের জুটি হলেন সাকিব

‘ব্র্যান্ড অ্যাম্বেসেডর’ হিসেবে এখন থেকে এই মোবাইল ফোন অপারেটরের বিভিন্ন প্রচার কার্যক্রমে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে।

ওয়েস্টিন হোটেলে শনিবার এক সংবাদ সম্মেলনে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেন বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা।

এতে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ ফাইনান্সিয়াল অফিসার ইয়াসির আব্দেল হাকিম, চিফ টেকনোলজি অফিসার পেরিহেন এলহামি, মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম।

জিয়াদ সাতারা নিজ প্রতিষ্ঠানের লোগেতে থাকা বাঘের ডোরাকাটা চিহ্নের দিকে ইঙ্গিত করে বলেন, “বাংলালিংক এবং সাকিব আল  হাসানের মধ্যে এই নতুন অধ্যায় যেন দুই বাঘের এক সাথে হয়ে নতুন কিছু অর্জনের পথে প্রথম ধাপ।”

একদিনের ক্রিকেটে সেরা অলরাউন্ডার সাকিব টাইগারদের সাবেক অধিনায়ক। ২৭ বছর বয়সী সাকিবের সঙ্গে জুটিবদ্ধ বাংলালিংক দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর, যার গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.