আমাদের কথা খুঁজে নিন

   

অদৃশ্য দৃশ্যমান

সুমন বিকাশ বড়ুয়া

- এই, কবিতা কি ? - কবিতা হলো পাখি ডানা মেলে নীল আকাশে ওড়া মেঘ ছুঁতে গিয়ে হঠাৎ বৃষ্টি ছুঁয়ে ফেলা । - প্রেম কি ? - প্রেম! প্রেম হলো নদী এঁকে বেঁকে ছোটা বুকের ভিতর জমে থাকা কষ্ট ফোঁটা ফোঁটা । - স্বপ্ন কি ? - স্বপ্ন! কলি থেকে ফুল অকালে ঝরে কলি হয় যদি ভূল । - মন কি ? - খোলা জানালা শব্দ-বর্ণ-গন্ধ বুক পেতে নেয়া । - আবেগ কি ? - টলমলে দীঘি জলে কম্পিত শতদল অকারনে কুঞ্জবনে বাজে মাদল । - আশা কি ? - মাথার উপর দূরের আকাশ কিন্তু চোখের সামনেই দিগন্তরেখা ধরা যায় তবু যায় না ছোঁয়া । - ভালবাসা কি ? - উদার জমিন কর্ষণে সোনালী ফসলের হাসি অ-কর্ষণে আগাছা রাশি রাশি । - সুখ কি ? - ফুটন্ত খই; তীব্র দহনে মুক্তি । - জীবন কি ? - এক পেয়ালা চা চুমুকে চুমুকে তৃপ্তি অথবা অ-আনুপাতিক মিশ্রণে বিস্বাদ অতি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।