আমাদের কথা খুঁজে নিন

   

অদৃশ্য হতে চাই



মাঝে মধ্যে মনে হয় মানুষের যদি অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা থাকত তবে ব্যাপারটা মন্দ হত না। ভিড়ের মাঝে একা একা হাঁটতাম, ঘুরে ফিরে বেড়াতাম, যেখানে খুশি সেখানে যেতাম, আমি সবাইকে দেখতাম কিন্তু কেউ আমাকে দেখত না। স্বেচ্ছায় হারিয়ে যাওয়া যেত যখন তখন। আসলেই অন্যরকম একটা ব্যাপার। যদি সত্যি সত্যি-ই মানুষের সে ক্ষমতা থাকত তাহলে আমি অদৃশ্য অবস্থায় আমি কি কি করতাম সে আলোচনায় না যাই।

তবে হঠাৎ এ ধররের অবাস্তব ইচ্ছে জাগার পেছনের কারনটা বলি। বেশ কিছুদিন হল আমার মধ্যে সবকিছু ছেড়ে ছুড়ে আলাদা হয়ে যাবার একটা প্রবনতা দেখা দিচ্ছে। সব ব্যাস্ততা, কাজ-অকাজ, বাস্তব-অবাস্তব চিন্তা, দুশ্চিন্তা সবকিছু থেকে নিজেকে আড়াল করে রাখার বাসনা জেগেছে খুব। এই যান্ত্রিক শহর আর জাগতিক কোনকিছুই কেন যেন আর ভাল লাগছে না, অসহ্য বোধ হচ্ছে। তাই আক্ষরিক অর্থেই চাচ্ছিলাম অদৃশ্য হয়ে যেতে, কিন্তু ঈশ্বর মানুষকে কখনই মানুষকে সে ক্ষমতা দেবেন বলে মনে হয় না, এর কারন হয়ত বা তিনি লুকোচুরি পছন্দ করেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।