আমাদের কথা খুঁজে নিন

   

অবচেতনের অসংলগ্ন কথামালা...

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...

আজকাল নিজেকে অপাংক্তেয় মনে হয় এত কঠিন শব্দ কেন মাথায় এল জানিনা আসলে নিজেকে প্রকাশ করা, হোকনা তা অপ্রচলিত বাংলায়ই, এখন সমস্যা আমার জন্য... সারাদিন মনমরা থাকি, আগে এর উল্টাটা হত, নিজে হাসতাম আর হাসাতাম অন্যকে, এখনও হাসাতে ভালইবাসি, হাসলে মুখে টান পড়ে, অনভ্যাসে মুখের চামড়া শক্ত হয়ে গেছে। এরকম আবোল তাবোলও আজকাল অনেকই লেখা হয় যে কথাগুলো বলতে পারিনা সেগুলোকে নিয়ে নাহলে কি করব? গল্পের বইও পড়ি প্রচুর... আর না পড়লে কথা বলি বইয়ের সেই মানুষদের সাথেই। আমি কিন্তু এমন ছিলাম না! আগে আমার হাসি চাপার প্রচেষ্টায় ক্লাসের বেঞ্চগুলো কাঁপতো... আমার কথার তোড়ে স্যার পড়াতে পারতেন না! এই বদলানো কি আমার ইচ্ছাপ্রসূত? নাতো... তাহলে কেন এই পরিবর্তন? জানিনা... জানলে এভাবে দমবন্ধ করে পড়ে থাকতাম না... এখন ভাবছি, 'আমার আমিটাকে খুজে পেতেই হবে... পুরাপুরি ঠিকানাবিহীন নিরুদ্দেশ যাত্রার আগেই...' [ ভাবনা গুলোকে প্রকাশ করতে পারা যাচ্ছেনা...আমি গল্প কবিতা লিখতে পারিনা...অত গুনও আমার নেই...কিন্তু মাঝে মাঝে ডায়রীর মতকরে লেখা এই ব্লগে আমার কথাগুলোকে পরপর লাইনে সাজাই...দেখতে ভালই লাগে...আমার অসংলগ্ন চিন্তা নিয়ে মজা করা আমাকেই মানায়...]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।