আমাদের কথা খুঁজে নিন

   

ক্যারতে ক্যারত মিশে, গন্ধ মিশে কিসে?'

মাইনাস ২০ ডিগ্রী সেলসিয়াস, বাইরে প্রচন্ড ঠান্ডা, সাথে তুষার ঝড়। ছুটির দিন। দরজা জানালা সবকিছু বন্ধ। ভেতরে চলছে বউ, শাশুড়ীর জমপেশ আড্ডা। হঠাত বউ এর অগোচরেই একটুখানি বায়ু নির্গত হলো।

চেষ্টা করেও শব্দটা রোধ করতে পারলেন না। লজ্জায় লাল না হয়ে বউটা পাশের দরজাটা খুলে টানাটানি শুরু করলো। বউ দরজা ধরে টানেন, আর দরজাটা ক্যারত ক্যারত শব্দ করে। পাশে বসা শাশুড়ী ব্যাপারটা টের পেয়ে বলে উঠলেন, 'ও বউ, ক্যারতে না হয় ক্যারত মিশে, গন্ধ মিশে কিসে?' আজ বাংলাদেশে নুতন প্রজন্মের ডাকে ৭১ এর ঘাতকদের ফাসির দাবীতে শাহবাগ স্কয়ারে স্মরণকালের ঐতিহাসিক যে গণসমাবেশ চলছে তাতে অনেকেই ক্যারতে ক্যারত মেশানোর অপচেষ্টা করছেন। সম্ভবত লাভ হবে না।

অতীতের বস্তাপচা রাজনীতির কুটচাল মনে হয় ফেসবুকার, ব্লগার, গ্লোবালাইজেশনের এ প্রজন্ম মেনে নেবে না, সফল হতে দিবে না। তবে আশা করি এ প্রতিবাদ পরবর্তী ধাপে দেশের উন্নয়নের প্রধান বাধা দূর্ণীতিবাজ 'গোখরা' সাপদেরকেও ছেড়ে দিবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.