আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদোয়ার নিচে



এ-বড় সহজ কথা নয় পুড়ে যাওয়া চাঁদোয়ার নিচে অবিরল নক্সী কাঁথা বোনা ভাঙা-ভাঙা ফাটলের রাতে মোমদানে আলো জ্বেলে রাখা-- এ-বড় সহজ কথা নয়-- বিঞ্জাপনী জিংগাল ঝড়ে তোমাকেই শুদ্ধ চিনে নেওয়া এ-বড় সহজ কথা নয়-- দহন-প্রহর শুদ্ধ শিখে নেওয়া----এইমাত্র না-হলে বড়ো দহন, অরণ্যে, খামারে সবুজ কলজে পোড়ে পোড়ে ঘাস পোড়ে যায় নামাতা শেখার বারোমাস, তবে আর বাকি কিই-বা থাকে বীজমন্রে? সোনাঝুরি তুমি এক ফুঁয়ে নিভিয়েছো পুরনো সে ঘিয়ের প্রদীপ; তার ঘ্রাণে ভরে থাকে আমাদের যুথবদ্ধ একাকী-প্রহর? রাতের ফটক খুলে চলে গেল একা দিনের তলানিটুকু ফেলে সমুদ্র সারস


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.