আমাদের কথা খুঁজে নিন

   

হার্ডডিস্ক নিয়ে কি যে বিপদে পড়েছিলাম!!

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

সালটা ঠিক মনে করতে পারছি না (গতবার আওয়ামীলগ যখন পাওয়ারে ছিল)। তবে তার কিছুদিন আগে দেশের মধ্যে বেশ বোমা নিয়ে তোলপাড় চলছিল। রাস্তাঘাটে মানুষ আতংকের মধ্যে চলাচল করতো। তারই জন্য বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট, চেক পয়েন্টের ছড়াছড়ি ছিল।

যেগুলো কোন কোন সময় মানুষের নিরাপত্তা তো দিতোই না বরং আতংকের কারণ হয়ে দাড়িয়েছিল। কারণ কথায় আছে, "বাঘে ছুলে ৫০ ঘা আর পুলিশে ছুলে ১০০ ঘা। বাঘ মামার চেয়ে পুলিশ মামার আঁচড় বেশী ধারালো। ইজ্জত নিয়ে টানা টানি!!!! লালমাটিয়া থেকে আমরা দুই বন্ধু যাচ্ছি আরেক বন্ধুর বাসায়। তো আমার সেই বন্ধু, মানে যার বাসায় যাচ্ছি সে আবার একটু আইটি এক্সপার্ট।

তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমাদের রিক্সাটা আড়ং এর পাশে গিয়ে দাঁড়াবে। আমাদের রিক্সাটাকে একজন পুলিশ থামালো। রিক্সা থেকে নামিয়ে সব পকেট সার্চ করতে লাগলো। আমার দোস্তকে বললো ব্যাগ খোলেন।

পুলিশ মামা ব্যাগের মধ্যে গলা বাড়িয়ে দেখেই ভ্রু কুঁচকে নিলেন। গম্ভীর গলায় বলল, "কি করেন, কোথায় যান? আমার সাথে আসেন। " আমরা তো কিছুই বুঝলাম না। উনি গিয়ে ওনার বসকে বললেন (যেই মামা গাড়ীতে বসে ছিলেন)। তারপর দেখি গাড়ীতে বসে থাকা মামা দৌড়ে আসলো, উনি ব্যাগের ভিতরে দিকে তাকিয়ে দেখলেন এবং আমাদের আপাদমস্তক দেখলেন।

বললেন, "এটা কি?" আমরা কিছু বলার আগেই দেখি ওনার কি লম্ফ ঝম্ফ। আমরা কিছুই বুঝিনা। তবে বুঝতে আর বাকী থাকে না যে, আজকে চৌদ্দ শিকে ঢুকতে হবে। আল্লাহ আল্লাহ করছি। উনি ওয়্যারলেসে কাকে কি যেন বললেন।

আরেক পুলিশ মামা মটোরসাইকেলে এসে মহাদাপটে নামলেন হিরোর মত। চারিদিকে লোকজন জড়ো হয়ে গেছে। ভাবখানা এমন যে, চিড়িয়াখানা থেকে দুটা বানর একটু আগে পালিয়ে গিয়ে আবার ধরাপড়েছে। মোটরসাইকেল আরোহী মামা এসে আগের পুলিশ মামার সাথে কি যেন বললেন তারপর আমাদের জিজ্ঞাসাবাদ করায়, আমরা হাতের ব্যাগটা তার হাতে দিলাম। ব্যাগের ভিতরে দেখে সেই মোটরসাইকেলে আসা পুলিশ মামা হেসে দিলেন।

বলল, "যান মিয়ারা যান। " আমরা সেখানে আর দেরী না করে হাটা দিলাম সামনের দিকে। আসলে ওটা ছিল কোয়ান্টাম ৮.৪ জিবি একটা হার্ডডিস্ক। ওনারা ওটাকে আধুনিক বোমা মনে করে আমাদের লালদালানে চালানো চেষ্টা করছিলেন। আমার সাথে থাকা বন্ধু হার্ডডিস্ক ভাইরাস ইনফেক্টেড ছিল।

ওটা ফরমেট করা ছাড়া কোন উপায় ছিল না। তাই আরেক বন্ধুর বাসায় যাচ্ছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.