আমাদের কথা খুঁজে নিন

   

দেহের সবক

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

দেহের সবক সৈয়দ আফসার মুখ আমার ভেতর কে গো...? দেহজাগা রাত্রিকোজাগর অথির বেলায় আমাকেও পোড়াও মুখ ও শরীর ভয়ে ভীত! দৃষ্টিক্ষমতা... নিশ্চুপ না-থাকার গরিমায় মুখ ফুটে কিছুই বলবো না, দেহে জাগুক যত বিস্ময় কাউকে বাঁধিনি বুকে, আহা! মাংস খুলে যাবার ডরে মনের উপভাষা মৌচাকে তালা, দেহের অভ্যন্তরে নিজেকেই পাঠ করি রক্ত ও হাড়ে আয়নার বিপরীতে বেঁধে রেখো হৃদয়, দ্বিধা সংশয় মুখ খুললেই বায়না ধরো ওই বে-ভোলা হাওয়ায় চুল আক্রান্ত হবার আগে অন্যকথা... আপনে-গোপনে পর্দা-শৃঙ্খল, বেলা গুনে গেঁথেছি ক্ষত-নির্মিতকাল আপনে-গোপনে বুকের ভেতর খুলে পড়ে জল অপাঠ্য দেহছাল; শিথানে পৈতানে কিছু অনিহা রূপ ধরে আছে মনে-বিজনে সদায় তাকিয়েছি ভেজাচুলে... মিশবার ইচ্ছা ও লোভে ক্ষরানোর ছলে থাকছ না এইবেলা; কে সাহস জোগাবে? নিজের ভেতর নিজেকে ভুলিয়ে রেখেছি, আশপড়শির পাশে বেলা বেলা শাদা হবে চুল, জড়িয়ে ধরা ঘুমপরি অন্যপ্রকাশে জলে তেলে মিশে চলবে... ... ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।