আমাদের কথা খুঁজে নিন

   

চারদল প্রার্থীর জামাতার গাড়ি থেকে ৪১ লাখ টাকা উদ্ধার

যুদ্ধাপরাধীদের বিচার চাই

বিডিনিউজ থেকে চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা মোড় থেকে রোববার রাতে চারদলীয় জোট প্রার্থী শামসুল আলমের জামাতা জাবেদের গাড়ি থেকে ৪১ লাখ টাকাসহ চালককে আটক করেছে পুলিশ। চালক খোরশেদকে কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলেছে, জাবেদ, মহিউদ্দিন ও সাইফুল গাড়ি থেকে সরে পড়েছে। শামসুল আলম চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন। নগরীর কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিজ্ঞাসাবাদে খোরশেদ আমাদের জানিয়েছে, শামসুল আলমের জামাতা জাবেদ এবং সাইফুল ও মহিউদ্দিন নামের দুই ব্যক্তি ওই টাকা ভোটারদের মধ্যে বিলি করার জন্য গাড়িতে নিয়ে যাচ্ছিলেন।

" তবে টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানাতে পারেননি খোরশেদ। সহকারী পুলিশ কমিশনার জানান, জামালখানে শামসুল আলমের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে প্রাইভেট কারটি রাত ১১টার দিকে আন্দরকিল্লা মোড়ে পৌঁছালে পুলিশ চেকপোস্টে গাড়িটি থামানো হয়। এ সময় জাবেদ, মহিউদ্দিন ও সাইফুল গাড়ি থেকে বেরিয়ে চম্পট দেয়। পুলিশ চালককে আটক করে এবং গাড়ির পেছনে রাখা একটি কার্টন থেকে ৪১ লাখ টাকা উদ্ধার করে। চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা মোড় থেকে রোববার রাতে চারদলীয় জোট প্রার্থী শামসুল আলমের জামাতা জাবেদের গাড়ি থেকে ৪১ লাখ টাকাসহ চালককে আটক করেছে পুলিশ।

চালক খোরশেদকে কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলেছে, জাবেদ, মহিউদ্দিন ও সাইফুল গাড়ি থেকে সরে পড়েছে। শামসুল আলম চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন। নগরীর কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিজ্ঞাসাবাদে খোরশেদ আমাদের জানিয়েছে, শামসুল আলমের জামাতা জাবেদ এবং সাইফুল ও মহিউদ্দিন নামের দুই ব্যক্তি ওই টাকা ভোটারদের মধ্যে বিলি করার জন্য গাড়িতে নিয়ে যাচ্ছিলেন। " তবে টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানাতে পারেননি খোরশেদ।

সহকারী পুলিশ কমিশনার জানান, জামালখানে শামসুল আলমের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে প্রাইভেট কারটি রাত ১১টার দিকে আন্দরকিল্লা মোড়ে পৌঁছালে পুলিশ চেকপোস্টে গাড়িটি থামানো হয়। এ সময় জাবেদ, মহিউদ্দিন ও সাইফুল গাড়ি থেকে বেরিয়ে চম্পট দেয়। পুলিশ চালককে আটক করে এবং গাড়ির পেছনে রাখা একটি কার্টন থেকে ৪১ লাখ টাকা উদ্ধার করে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।