আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় জঙ্গি সংগঠন বিইএম প্রশিক্ষণ কেন্দ্রে আগুন

বগুড়ার ঠনঠনিয়ায় জঙ্গি সংগঠন বিইএম প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগেছে। গতকাল ভোরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জানা যায়, ২২ আগস্ট শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ার দুলাল হোসেনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব জঙ্গি সংগঠন বিইএম প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায়। সেখান থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেফতার এবং এসএমজি, স্পোর্ট রাইফেল, রাইফেলস্ স্কোপ, পিস্তল, একে-৪৭-এর দুটি বেয়নেট, ভারী অস্ত্র ব্যবহারের ক্যাটালগ, ৮০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, বিভিন্ন ধরনের ব্লেজার, ফায়ার আর্মস বইসহ অসংখ্য জিহাদি বই উদ্ধার করে।

এসব ঘটনায় তিনটি মামলা হয়েছে।

এলাকাবাসী জানায়, র‌্যাব যে বাড়ি থেকে অস্ত্র, জিহাদি বই ও তিনজনকে গ্রেফতার করেছিল সে বাড়িতে গতকাল ভোরে হঠাৎ করে আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ভোর পৌনে ৬টায় ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। র‌্যাব-১২-এর সিনিয়র এএসপি আবু সাঈদ জানান, দুই দিন আগে ওই বাড়ির বৈদ্যুতিক তার চুরি হয়েছে। তাই শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো কারণ নেই।

জঙ্গিরা তাদের সক্ষমতা প্রকাশ করতে এমনটি করতে পারে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, আগুনে দু-তিনটি চৌকি এবং কিছু কাপড় পুড়ে গেছে। তেমন কিছু ছিল না। তিনি জানান, ঘটনাটির তদন্ত চলছে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.