আমাদের কথা খুঁজে নিন

   

সিঁদুর পাড়ের সেই বয়সের শাড়ি

আমার বহুমাত্রিকতা।জ্যক অফ অল ট্রেড ..।

শীত সাগরে কোনদিন হয়নি বেহারার হাপিত্যেশ সুদূর অদ্রি পার কর তুমি বনভূঁই আদিখ্যেতায় রূপোর একটা পরাবাস্তব সিঁদূরে ছুঁই ছুঁই ছাপিয়ে বিনম্র তুমি অজস্রবার গেয়ে উঠ প্রস্থানের ঝংকার। নির্মল ভয় কেন ঠুক ঠুক করে হাতুড়ির অস্বস্তি গাঁথে হয়ত দেবী বলে ভ্রান্তির পরে শুধাতে চাওয়ার জোড় হংস মাতম... মন খোরাকের বন্দীশালায় আটকা পড়ে দাপিয়ে বেড়ায় কাপুরুষ. তখনও হুট হাট পালকি থেবড়ে যাচ্ছে সুর্যাস্তে শসা মাচার পাশ দিয়ে গভীরতার প্রসারতায় হারিয়ে ,নোনা চক্ষু নিংড়ে । শাড়ির পাড় টকটকে পাটবুনা সৌকর্যে মুখ্যতা দেয় তুমি আমার হারিয়ে যাওয়া দেখ সূর্যমূখর ক্লান্তিতে,ঘামঝরা ছায়ার অলক্ষ্যে- ধুতি ধূলিস্মাৎ হয়ে পরে রও কাঠ চেরা মরুভূমিতে বৃ্ষ্টি ভস্ম চুরি করার প্রয়াসে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.