আমাদের কথা খুঁজে নিন

   

কাকে ভোট দেবেন ভাই? যোগ্য কেউতো বোধ করি নাই...

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

আজকে একজন বললো নির্বাচনের আলোচনায় অংশগ্রহণ করতে।

১৮- হওয়ার কারণে ভোট দিতে পারবো না। কিন্তু আপনাদের ভোটদানে নিশ্চয়ই সাহায্য করতে পারবো? কি বলেন? প্রথমেই যোগ্য প্রার্থী নির্বাচনের কথা। এখন যোগ্য প্রার্থী নির্বাচন হয়ে গেছে বেশি কঠিন। কয়েকদিন থেকেই শুনছি "নৌকা"'র নাকি এবার সম্ভাবনা বেশি। কার সম্ভাবনা বেশি আর কার কম সেটা দেখবেন না।

কারণ সম্ভাবনাটাই আপনার হাতে থাকবে। এতদিনে অবশ্যই দেখেছেন কে ভাল আর কে মন্দ? সেই অভিজ্ঞতাটাকেই কাজে লাগান। নির্বাচিত করুন সেরাজনকেই। দ্বিতীয় কথা, ধরেন আপনার এলাকায় এমন কাউকেই পেলেন না যে নির্বাচনের যোগ্য। সেক্ষেত্রে কি করবেন? এবারের নির্বাচনে "না" নামে একটি মার্কা থাকবে।

ভাববেন না আতেলের কাজ করছি বা প্রচারণা করছি। এই "না" মার্কাটা কোন ব্যক্তি বা দলের নয়। আপনার যদি কাউকেই পছন্দ না হয় তবে এইটাতেই ভোট দিন। দুইটা জানা কথা লিখলাম। সবাই এই কথা দুটো জানেন।

কিন্তু সর্বশেষ কথা হলো, এমন কেউ কি আছে যে দুর্নীতিবাজ নয়? ধানের শীষ অথবা নৌকার উপরে দেশ'কে ছেড়ে দিয়ে আপনারা কি নিশ্চিন্তে থাকতে পারবেন? হাস্যকর হলেও সত্য যে এই দুই দলের নেত্রীদের মধ্যে দুইজন-ই নারী। কিন্তু তারপরেও আমাদের দেশে নারীরা নির্যাতনের শিকার হয়। এরা নিজেরা নারী হয়েও বন্ধ করতে পারেনি নারী নির্যাতন। অথবা চেষ্টাই করেনি। একজন নারী হয়ে যদি তারা নারীদের কষ্টটাকেই না বোঝে তাহলে কীভাবে তারা দেশের উন্নতি করবে? আমার ভোট দেবার অধিকার এখনো হয়নি।

কিন্তু আমার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার অবশ্যই রয়েছে। সামহোয়ার ইন কর্তৃপক্ষ সেই স্বাধীনতাটা আমাকে এবং আমাদের সকল ব্লগারদেরকে দিয়েছেন। সেই স্বাধীনতাটুকুকেই ব্যবহার করলাম। আপনারা যারা ভোট দিতে পারবেন তাদের নিকট অনুরোধ একটাই। আপনারা সৎ এবং যোগ্যদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

যাতে আমরা একটা ভাল দেশ পাই। -ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।