আমাদের কথা খুঁজে নিন

   

ইউনিলিভার 'হাই'

আল বিদা

ছোটবেলায় আমি যখন আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতাম তখন আম্মা ডাক্তারকে বলত আমি কেন এত শুকনা। কি করে আমাকে মোটাতাজা করা যায় তা নিয়ে আম্মার চিন্তার শেষ ছিল না। কিন্তু ঐ বয়সে আম্মা সফল হয় নাই। বেশ কিছুদিন ধরে আমার শুভাকাঙ্খী বেড়েছে। আমার বন্ধুও হয়ত বেড়েছে।

তারা অবিরাম আমার শুভ কামনা করে। তবে শুভ কিছু বলতে তারা এখন আমার মেদভূড়ি কমানোকেই বুঝে। যখন যার সাথে দেখা সেই আমার ভূড়ি কমানোর জন্য বলে। এককালে আমি আমার আদরের এক কাজিনের পেটে সারাক্ষন গুতাগুতি করতাম। ছেলেবেলায় এক বন্ধু মোটা ছিল বলে তাকে বিভিন্ন উপনামে ক্ষেপাতাম।

তাই আজ হয়ত খোদা আমার ভূড়ি বাড়িয়ে এর পরিনাম দেখাচ্ছে। অফিসের কলিগরা ইউনিলিভার এডের মত আমাকে দেখলেই 'হাই' বলে। ডেস্কে আসলে হাই, কড়িডোরে হাই, লিফটে উঠতে গেলে হাই, বসের সামনে হাই, বাইরের লোকের সামনে হাই। আর সবচেয়ে কষ্ট লাগে যখন কোন সুন্দরী ফিমেল কলিগ সুন্দর করে হেসে হেসে 'হাই' বলে! অবিরাম এই হাই শুনতে শুনতে এখন আমি অতিষ্ঠ। কিন্তু কিছুই করার নাই।

এ আমার অদৃষ্ট। কিন্তু এডের ছেলেটার মত ভূড়ি কমানও আমার জন্য অত্যন্তপ্রায় অসম্ভব। কারন কোন মটিভেশন তো নাই!!! জানি না সামনে কি আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।