আমাদের কথা খুঁজে নিন

   

নাউজুবিল্লাহ!! পামু কই ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

যার মাথা তার মাথা ব্যথা হতেই পারে কিন্তু যার মাথা নাই তার তো ব্যথা নিয়ে উদগ্রীব হবার দরকার নাই । এইখানে উল্লেখিত লাইন ব্লগের বর্তমান তপ্ত বিস্ফোরণযোগ্য বিষয় যৌবনজ্বালা সম্পর্কে বলিলাম । আমার খু-উ-ব লজ্জা লাগছে, নিজেকে খুব নীচ খারাপ মনে হচ্ছে এতো বাজে একটা শব্দ মুখ নিতে হলো ।

আর আমার মতন কমলমতি নিষ্পাপ মানুষকে এমন বাজে শব্দ শিখিয়ে নষ্ট করলেন অমি পিয়াল । তিনি নিজে খারাপ মানুষ, তাই ব্লগের সবাইকেই খারাপ বানাবে, এটা মেনে নেয়া যায় না । শুধু কি তাই এই লোকটা কত খারাপ , কত বড় বেয়াদব যে আমাদের গুরুজনদের বিচার চায় । !! বাঙালিরা খুব লাজুক । তাহারা যৌবণ প্রাপ্ত হইয়াও যৌবণ নিয়া কথা বলিতে লজ্জা পায় ।

তাহারা সারাক্ষণ যৌবনের জ্বালায় সারাক্ষণ যৌবণজ্বালায় পড়িয়া থাকিলেও এই নাম মুখে আনিতে লজ্জ্বা পায় । নইলে যৌবণজ্বালা ১৬ তম অবস্থানে আসে কি করে ?? সেই প্রশ্নের উত্তর জানা নাই । তাহার খুবই সেন্সিটিভ । মুক্তিযুদ্ধের মতন স্পর্শকাতর বিষয় আরো স্পর্শকাতর সাইটে গেলে লাল হয়ে যায় । কি স্পর্শকাতর আমাদের আবেগ ?? সেই আবেগ নিয়েই তাহারা রাজাকারদের ভোটে নির্বাচিত করে, মন্ত্রী বানায় !! আর সেই সব রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার চাইতে তাহারা পাক পবিত্র স্থান খুজেঁ ।

নষ্ট দেশের পাক পবিত্র স্থানের অভাবে তাহারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবীই করতে পারে না!! তাহারা যুদ্ধাপরাধীদের বিচার চায় ক্ষমতায় বসিবার পূর্বে, পাঠ ভাঙ্গা পাঞ্জাবী পরিয়া সভা মঞ্চে দাড়াইয়া কেবল যুদ্ধাপরাধীদের বিচার চায় । কিন্তু বিচার চাহিয়া ক্ষমতায় বসিয়া কিংবা মঞ্চ থেকে নামিয়া তাহারা ভুলিয়া যায়, অপেক্ষায় থাকা আবার কোনদিন এমন সময় আসে , যে তাহার যুদ্ধাপরাধীদের বিচার চাহিবে । ভাই এভাবে চায় বইল্ল্যাই তো সেই চাওয়া আর পাওয়া হয়ে ওঠে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.