আমাদের কথা খুঁজে নিন

   

নাউজুবিল্লাহ! নাউজুবিল্লাহ!!

ধুমপানে বিষপান

ইদানিং অনলাইনে কোরান পড়তে গেলে দেখি প্রায় ওয়েব সাইটেই একটা দৃস্টি আকর্ষন টাইপ কথা লেখা থাকে- দৃষ্টি আকর্ষন: পবিত্র কোরআন এর সম্মান রক্ষার্থে, এই ওয়েব সাইটের যে কোন লেখা ও পড়ার পূর্বে দয়া করে আপনার চারপাশের পবিবেশ এর পবিত্রতা বজায় রাখুন। এই যে আশেপাশের পরিবেশের পবিত্রতার কথা বলা হইছে, এইটা কিভাবে সম্ভব? আমার টেবিলের পাশের টেবিলে এক জাপানিজ মেয়ে বসে, যে সাড়াটা সামারেই থাইয়ের নিচে স্কার্ট নামায় না, ধরেন কোমর থেকে সর্বোচ্চ এক দেড় বিঘা নিচ পর্যন্ত ডাকা, বাকিটা উম্মুক্ত। উপরের দিকেও মাশাল্লাহ ত্রাহি ত্রাহি টাইপ অবস্থা। এই পরিবেশে তাইলে কি আমার কোরানের ওয়েব সাইট খুলা গুনাহের কাজ হবে? তাইলে কথা হইল এই যে বিধর্মীদের তৈরি করা ওয়েব সাইটে কোরান পড়ার ব্যবস্থা, এইটা কি হারাম কাজ নয়? এই একই ব্রাউজারে যেখানে হাজারে হাজারে মানুষ পর্নো ছবি থেকে শুরু কইরা হাজারটা বেশরিয়তী কাজে লিপ্ত, সেই একই ব্রাউজারে কোরান পড়ার বিষয়ে হাদিস কোরানেত কোন নির্দেশনা নাই, তার উপরে ধরেন যেই কম্পিউটারে আপনি কোরান পড়েন, সেই কম্পিউটারের হার্ডডিস্ক যদি ভর্তি করা থাকে XXX কিংবা নানান বেশরিয়তী ছবি দিয়া, তাইলে কি হবে? আর কয়দিন আগেই একটা পরিসংখ্যানে দেখা গেছে যে মুসলমানরাই পর্নো সাইটগুলোতে সবচেয়ে বেশি ঢুকে, ফাকিস্থান এদিক দিয়া প্রথম স্থানে আর বাংলাদেশও প্রথম দশে আছে!! তাই আপনেরা যতই বল্গে আইসা হিজবুতি জিহাদি এসলামি স্কলার সাজেন, তলে তলে ঠিকই পর্নো সাইটে নিয়মিত ঢু মাড়েন!আমার সাথেই জাপানে এক শিক্ষিত ছাগুর (অলৌকিক কোরানের একজন মহান ধারক ও বাহক)পরিচয় আছে যার আই ফোনে কোরানের ১১৪টা সূরার এমপিথ্রি আছে, আবার ওহ ইয়েস, আহ ইয়েস, ওহ গড, আহ গড সবই আছে!! তাইলে এইগুলা কি কোরানের অবমাননা নয়? তাই অতি পবিত্র কোরানকে নিয়া ওয়েবসাইটে ঢুকানো কোন অবস্থাতেই শরিয়ত সম্মত হবে না। এইটা একটা মস্ত বড় বেদাত! এমন যদি হইত যে আশেপাশে অর্ধনগ্ন বিধর্মীরা থাকলে কিংবা হার্ডডিস্ক ভর্তি পর্নো থাকলে কোরানের পেজ খুলবে না, তাইলে না হয় কথা ছিল! কিন্তু সেইরকম ঘটনাতো দেখা যায় না! এর প্রতিবাদে হিজবুতি, জিহাদি ইসলামী স্কলাররা কেন এখনো মাঠে নামছে না, কিংবা ফতোয়া জারি করতেছে না, এইটাই চিন্তার বিষয়। হাদিস কোরান নিয়া কার্টুন আকলেও জিহাদি জোসে সবাই যেখানে জ্বইলা উঠে, সেখানে পর্নোর সাথে কোরান, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.