আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্সে প্রথম আলো পড়ুন সহজে

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

প্রথম আলো ওয়েবসাইট বংশী-আল্পনা দিয়ে তৈরি বলে ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া অন্য ব্রাউজার দিয়ে সহজে পড়া যায় না। এজন্য অনেক ব্যবহারকারী ফায়ারফক্সের রীতিমতো ভক্ত হলেও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হতো, আর যারা উইন্ডোজ ছাড়া অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করতেন তাদের হাত পা প্রায় বাঁধা থাকতো।

এখন কেমন হতো যদি প্রথম আলো সাইট ইউনিকোডে রূপান্তর হতো? নাহ প্রথম আলো সাইট ইউনিকোডে রূপান্তর হয়নি তবে আপনি চাইলেই পরশমনির ছোঁয়ায় প্রথম আলোকে ইউনিকোড সাইটে রূপান্তর করে নিতে পারেন। রিফাত-উন-নবী ভাই ফায়ারফক্সের জন্য এই পরশমনি এ্যাডঅনটি ডেভেলপ করেছেন যাতে যেকোন প্ল্যাটফর্মেই প্রথম আলো ওয়েবসাইট দেখা যায় ফায়ারফক্স ব্যবহার করে। ফায়ারফক্স এ্যাডঅন বিবরণ: এ্যাডঅন নাম: পরশমনি ভার্সন: 1b3 (ভার্সন ১ বেটা ৩) সাপোর্ট: ফায়ারফক্স ৩** প্ল্যাটফর্ম: উইন্ডোজ, লিনাক্স লাইসেন্স: ফ্রিওয়্যার ডেভেলপার: রিফাত-উন-নবী ডাউনলোড: ফায়ারফক্স এ্যাডঅন সাইট (ডাউনলোড/ইনস্টলের জন্য লগইন প্রয়োজন) এ্যাডঅন সাইট: VistaArc (ডাউনলোডের জন্য লগইনের প্রয়োজন নেই) বর্ননা: প্রথম আলো ওয়েবসাইটের লেখাকে ইউনিকোড ৪.২-এ রূপান্তর করে দেখাবে। এতে যেকোন প্ল্যাটফর্মে ফায়ারফক্স ব্যবহার করে প্রথম আলো পড়া সম্ভব হবে পদ্ধতি: ১) প্রথমে বংশী আল্পনা ফন্ট আপনার সিস্টেমে ইনস্টল করা থাকলে আনইনস্টল করুন। ২) পরশমনি এ্যাডঅনটি ডাউনলোড করে সুবিধাজনক স্থানে সেভ করুন।

৩) এরপর ফায়ারফক্সে File>Open File>Proshmoni.xpi ওপেন করুন। এতে এ্যাডঅনটি ইনস্টল হবে। ৪) ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এরপর থেকে ফায়ারফক্স ব্যবহার করে প্রথম আলো সাইট পড়ুন কোন সমস্যা ছাড়াই। [এ্যাডঅনটি সম্পর্কে যেকোন ধরনের পরামর্শ সমস্যা রিপোর্ট করুন to.rifat+ ] (মূল খবরটি আমাদের প্রযুক্তি ফোরামে দিয়েছেন শাবাব ভাই।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.