আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্সে ওয়েবপেজের স্ক্রিনশট নিন সহজেই

ইন্টারনেট ব্যবহারের সময় অনেক সময় আমাদের বিভিন্ন ওয়েবপেজের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ইচ্ছা করলে সহজেই ওয়েবপেজের স্ক্রিনশট নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ‘স্ক্রিন গ্র্যাব’ নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অন)। প্রোগ্রামটি Click This Link ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন।

এখন যে ওয়েবপেজের স্ক্রিনশট নিতে চান, সেখানে যান। মাউসের ডান বাটন ক্লিক করে Screengrab!/save অপশনে যান। সম্পূর্ণ ওয়েবপেজের স্ক্রিনশট নিলে Screengrab!/save/complete webpage frame অপশনে যেতে হবে। ওয়েবপেজের যতটুকু অংশটুকু দেখা যাচ্ছে, ততটুকু অংশের স্ক্রিনশটের জন্য Screengrab!/save/visible portion অপশন নির্বাচন করতে হবে। আর যদি আপনি শুধু ওয়েবপেজের নির্দিষ্ট অংশ নির্বাচন করতে চান, তাহলে Screengrab!/save/selection অপশনে গিয়ে ওয়েবপেজের নির্দিষ্ট অংশ নির্বাচিত করে নিন।

স্ক্রিনশট নির্বাচন করার পর ফাইলটি কোথায় সেভ করে রাখবেন, তা ঠিক করে নিন। ফাইলগুলো JPG অথবা png ফরম্যাটে সেভ করে রাখা যাবে। সংগ্রহ প্রথমআলো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.