আমাদের কথা খুঁজে নিন

   

রায়ের বাজার বধ্য ভুমি

আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি

রায়ের বাজারের বধ্য ভুমি বুদ্ধিজিবী্র রক্ত স্নানে অমর হয়েছ তুমি ধারণ করে হাজার হাজার বুদ্ধিদীপ্ত, প্রজ্ঞাময় লাশ রক্ত রাঙা কালরাত্রির কালসাক্ষী তুমি, কলুষিত ইতিহাস। রায়ের বাজারের বধ্য ভুমি এমন নির্মম বর্বরতা কিভাবে সইলে তুমি হায়নার সেই বুটের আঘাত রেখেছিলে বুকে চেপে হত্যাযজ্ঞের প্রলয় নাচনে উঠেছিলে কতনা আর্তনাদে কেঁপে । রায়ের বাজারের বধ্য ভুমি সেই কালরাতে গুমরে কেঁদেছিলে কি তুমি পড়েছিল কি খসে আকাশের যত জ্বলজ্বলে নক্ষত্র দ্বীপ্তি জ্বেলে ঢলে পড়েছিল ছড়িয়ে ছিটিয়ে এখানেই যত্র তত্র । রায়ের বাজারের বধ্য ভুমি এতটা কঠিন ভার কিভাবে সইলে তুমি বড় ভারি কষ্টের সে বোঝা ছিল যে তোমার বুকে মেধাবী ছেলেদের লাশ বুকে নিয়ে কেঁদেছিলে কতনা দুখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।