আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনী মূলা

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

গত কয়েকদিনে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এটাকে নির্বাচনী ইশতেহার না বলে আমরা নির্বাচনী মূলা-ও বলতে পারি। কারণ প্রতিবারই নির্বাচনের সময় আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে নানারকম প্রতিশ্রুতি দেয় জনগণকে, নির্বাচিত হলে তারা জনগণের জন্য এটা করবে, সেটা করবে। কিন্তু যখনই তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, তখনই দেখা যায়, নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি পূরণ তো দূরে থাক, কিভাবে জনগণের সম্পদ লুটে নিজেদের আখের গোছানো যায়, সে চেষ্টাতেই তারা লিপ্ত থাকে।

এবারের নির্বাচনের প্রাক্কালে দলগুলোর ঘোষিত ইশতেহারে দলগুলো সেরকমই মূলা ঝুলিয়েছে জনগণের সামনে। আওয়ামীলীগ এর ইশতেহারে ২০১০ সালে এটা করবে, ২০১১ সালে সেটা করবে --- এরকম নানা প্রতিশ্রুতি দেয়া হয়েছে। গতকাল খবরে খালেদা জিয়ার ভাষণের কিছু অংশ দেখছিলাম, তিনি বললেন, দ্রব্যমূল্য কমিয়ে আনব, এটা করবো, সেটা করবো, ইত্যাদি,ইত্যাদি। আমাদের নেতা-নেত্রীদের এসব কথা শুনলে আগে রাগ হতো, কিন্তু এখন আর রাগ হয়না, এখন শুধু হাসি পায়। মনে হয়, আর কতো এভাবে তারা মূলা ঝুলাবেন জনগণের সামনে? অবশ্য আমরা যারা সাধারণ জনগণ, তারা কিন্তু এসব মূলার প্রতি আকৃষ্ট হয়েই আবার তাদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় বসাবো।

আমরা আসলে একটি নির্লজ্জ জাতি, প্রতিবার নেতাদের মিথ্যা আশ্বাসে আমরা দ্রবীভূত হয়ে তাদেরকে আবার সাদরে কাছে টেনে নিই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.