আমাদের কথা খুঁজে নিন

   

নভলেট > মনামি উপাখ্যান > স্মৃতিরা ঘুমায় না >

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
মনামি তুমি সারারাত জেগে ছিলে? না। মনামি তুমি জেগে ছিলে সারারাত! হ্যাঁ। মনামি ধরা পড়ার পর তুমি মুখ খোলনি? না। মনামি ওরা তোমার ওপর সব চালিয়েছে? হ্যাঁ। মনামি তবুও তুমি অয়নের ঠিকানা দাওনি? না।

মনামি কেন দাওনি,অয়ন কি সম্পদ ছিল? হ্যাঁ। মনামি অয়ন খুব দ্রুত সংগঠন গড়তে পারত! হ্যাঁ। মনামি শুধু,শুধুই কি তাই,আর কিছু না ? মনামিকে গ্রেফতার করা হয়েছিল ইস্তেহারসহ। ও পাশের গ্রামে যাচ্ছিল সেগুলো পোঁছুতে। ভীষণ জরুরী ছিল কাজটা।

ওই ইস্তেহার না পোঁছুলে অয়নরা ঘেরাওয়ে পড়ে যাবে। মনামি একা নিশুতিরাতে হেঁটে যাচ্ছিল মাইলের পর মাইল। মনামির অতি মলিন বেশভুষাও গোয়েন্দা চোখ ফাঁকি দিতে পারেনি। কেননা মনামির চোখের জ্যোতির কোন ছদ্মবেশ ছিল না। মনামি তোমার নখে ছুঁচ ফুটিয়েছিল? হ্যাঁ।

মনামি ঠিকানা বললে তো টর্চার হতো না! হ্যাঁ। মনামি কেন,তাও কেন অত্যাচার হতো? হ্যাঁ। মনামি তুমি কোন কিছুতেই কি রেহাই পেতে? না। মনামি তুমি ঘুমাতে পার না কেন জান? না। মনামি তুমি জান না কেন ঘুমাতে পার না? না।

মনামি! ওরা চোখের পাঁপড়ি কেটে দিয়েছে! হ্যাঁ। মনামি তুমি চোখের পাতা বন্ধ করতে পার না! না। মনামি!! হা ঈশ্বর ! তুমি কি করে বেঁচে আছ !! ------------------------------------------- অনেক কাজ পড়ে আছে.........................। নভলেট > মনামি উপাখ্যান > ????? > !!!!! > নভলেট > মনামি উপাখ্যান > ঘুণসময় >
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।