আমাদের কথা খুঁজে নিন

   

জার্নালঃ ‘শাহবাগ স্কয়ার’

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে “আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই” আজ ৬ ফেব্রুয়ারি বুধবার সমাবেশের দ্বিতীয় দিন দুপুরের দিকে ‘শাহবাগ স্কয়ারে’ যোগ দিলাম। স্বাধীনতা-বিরোধী চক্রের বিরুদ্ধে জনসাধারণ আসলে কার্যক্ষেত্রে কতটা সোচ্চার তা স্বচক্ষে দেখার ছিল আমার। এই জনসমুদ্র দেখে আমি সত্যিই অভিভূত !! সাবাস বাংলাদেশ !! আজ সত্যিই আমি আমার মানুষদের নিয়ে গর্বিত। বিচারের রায় নিয়ে আমার কিছু বলার নেই; অন্তত সবগুলো রায় না আসা পর্যন্ত। আজ শাহবাগের জনসমুদ্র দেখে আমার আবার মনে হল এদেশ মা মাটি মানুষের, পশুর নয়।

ফকির আলমগীর এসেছিলেন। তিনি গান করতে করতে আপ্লুত হয়ে বললেন, “মনে হচ্ছে আবার সেই একাত্তরে ফিরে গেছি। ” আমি একাত্তর দেখিনি। তবে আজকের এই জনজোয়ার দেখে আমার বিশ্বাস হয়েছে, যে অনুভূতি আমাদেরকে একাত্তরে সমবেত করেছিল সেই একই অনুভূতি এই মুহূর্তে তাড়িত করছে এদেশের লক্ষ কোটি মানুষকে। সত্যি বলতে কি একটু অভিমান নিয়েই বিকেলের দিকে ফিরে এসেছিলাম।

সমাবেশে এসেই খেয়াল করি বিভিন্ন সংগঠন তাদের ব্যানার নিয়ে আসতে শুরু করেছে। এক সময় একটু হতাশ হয়ে ভাবছিলাম শেষ পর্যন্ত সাধারণের সব মুভমেন্টই পলিটিক্যাল হয়ে ওঠে কেন। রাজনৈতিক টোন থেকে সরে এসে সাধারণের কণ্ঠ যে কতটা শক্তিশালী একথা কেন কেউ বোঝে না। এমন সাত পাঁচ ভাবতে ভাবতে কিছুটা বিক্ষুব্ধ মন নিয়েই ফিরে এলাম। কিন্তু টিভি’র পর্দা থেকে চোখ সরাতে পারছিলাম না এক মুহূর্তের জন্যও।

আস্তে আস্তে যখন দেখলাম পুরো শাহবাগ এলাকা সত্যি সত্যি জনসমুদ্রে পরিণত হয়েছে, তখন অভিমান ভুলে গেলাম। ইচ্ছা করছিল আবার যোগ দেই সারারাতের জন্য। ব্যক্তিগত কিছু কারণে সম্ভব হল না। আজ একটি বিষয় আমি বুঝতে পেরেছি। সাধারণের মুভম্যান্টকে বেগবান রাখার জন্য যদি রাজনৈতিক শক্তি সহায়ক হয়ে ওঠে তবে তা আর রজনৈতিক থাকে না; দশের কাতারে তা মিশেই যায়।

এই জনসমুদ্র আবারো মনে করিয়ে দিল এদেশের প্রতি ইঞ্চি মাটি ‘ঘামে,অশ্রুতে আর রক্তে ভেজা’। এই পবিত্র মাটিতে কোন অপশক্তি কখনো টিকে থাকতে পারে না। আজকের এই প্রাণের মেলা দেখে ছাগুদের জন্য করুণা হল। মনে হল, ছাগুদের আব্বাদের ভাগ্য অত্যন্ত ভাল যে পুরো বিষয়টি একটি নিয়মতান্ত্রিক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। বাঙালির স্বাধীনতার চেতনাটিকে নিয়ে বেশি ঘাঁটালে ছাগুদের আব্বা-চাচা সহ পুরো গোষ্ঠীকে এই মাটিতে পুঁতে ফেলবে বাঙালি।

আজকের ‘শাহবাগ স্কয়ারে’ এসে আমার এমনটিই মনে হয়েছে। “এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো, রক্তে রঙিন ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।