আমাদের কথা খুঁজে নিন

   

টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় ছাগু

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
আপনি একজন নব্য ছাগু অথবা ছাগু হবার কথা ভাবছেন? তাহলে আর দেরী কেন? এই পোস্টটি পড়ে মাত্র ১০ মিনিটেই আপনি বনে যেতে পারেন একজন পেশাদার ছাগু। ১. শুরু করুন নিজের নিকটি দিয়ে। নিক হবে এমন যা বাংলাদেশের স্বাধীনতার স্বত্বাকে ধারন করবে, নতুন দিনের পথ দেখাবে ও তার নিচে আপনার ভন্ডামিকে আশ্রয় দেবে। যেমন: '৭১ এর চেতনায় উদ্বুদ্ধ, স্বাধীনতাপন্থী, '৭১ তোমায় ভুলিনি, আলোর দিশারী প্রভৃতি। ২. প্রোফাইলের ছবিটি কোন হিংস্র বা শিকারী পাখির বা জানোয়ারের হলে ভালো হয় যা সামগ্রিকভাবে আপনার ছিঁড়ে খেয়ে ফেলার মনোবৃত্তিকে প্রকাশ করবে।

অথবা হতে পারে আপনারই কোন এক আাল মার্কা ফটোও। ৩. আপনার পোস্টগুলো হবে ছদ্মবেশী। শুরু হতে পারে ইসলামিক কথাবার্তা দিয়ে কিন্তু বাকিটুকু পুরোটাই পূর্ণ হতে হবে রাজাকারি কথাবার্তাপূর্ণ। পাকিস্তানকে জাতে উঠানোর সবরকম ব্যবস্থা আপনার পোস্টে থাকতে হবে, ভারতের প্রতি থাকতে হবে এ্যালার্জি। মরুর প্রতি তথা মধ্যপ্রাচ্যের প্রতি থাকতে হবে আপনার অগাধ টান।

গাছ থেকে একটি পাতাই পড়ুক আর কাঁঠাল তার ইসলামিক ব্যাখ্যা তুলে ধরে পোস্ট দিবেন এবং সেই সাথে জামায়াতে ইসলামীর এ বিষয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। ৪. পোস্টের শিরোনাম হতে হবে দৃপ্ত কিন্তু মিথ্যে, কপট ও ছাগলামি পূর্ণ। যেমন: মুক্তিযোদ্ধারা ভুল করেছিলো, নিজামীকে গ্রেপ্তার কতোটা যৌক্তিক, বাংলাদেশ - একটি ব্যর্থ রাষ্ট্র প্রভৃতি। ৫. কিছু হলেই ইসলামকে বর্ম হিসেবে ব্যবহার করবেন। কথা যে করেই হোক ঘুরিয়ে ফিরিয়ে ইসলামে আনতেই হবে কেনানা ওটাই আপনার একমাত্র অস্ত্র।

আপনাকে বুঝতে হবে যে ধর্মভীরু এই দেশে ইসলামকে নিয়ে বানোয়াট কোন তত্ত্ব হাজির করলেও পাবলিক চুপ হয়ে যাবে কারন পাছে ধর্ম অবমাননা না হয়ে যায় এই ভয় পাবে। কথায় কথায় আরবী শব্দ ব্যবহার করে নিজের বর্মকে আরো শক্তিশালী করুন। ৬. অপর ব্লগারের মন্তব্য মুছতে আপনাকে রীতিমতো সিদ্ধহস্ত হতে হবে। মনে রাখবেন "কমেন্ট মোডারেশন" নামক ব্লগীয় ফিচারটি আপনার বিরাট অস্ত্র। এর মাধ্যমে আপনি আপনার মনোপুতঃ হয়না এমন সব কমেন্টকে চিরবিদায় জানাতে পারবেন।

আরো একটি ব্যাপারে আপনাকে সিদ্ধহস্ত হতে হবে তা হলো বেছে বেছে ব্লগারকে আপনার ব্লগে ব্লক করে রেখে তাদেরকে বাকশূণ্য করে কাপুরুষের মতো নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে হবে। তামিম ইরফান নামক একজন দুষ্ট ব্লগার মাঝে মাঝেই আপনার পোস্টে এসে জুতা রেটিং দিয়ে যাবে। তখন আর মন্তব্য মুছে কূল করতে পারবেন না। তাই পূর্ব-সতর্কতা স্বরূপ এমন দুষ্ট ব্লগারদের আপনার ব্লগে ব্লক করে রাখুন। ৭. ধৈর্য্যশীল হউন।

মনে রাখবেন আপনার উটুল ভাইয়েরা ৩৭ বছর ধরে অপেক্ষায় আছে। মাইনাসের বন্যায় ভেসে যাবে আপনার পোস্ট, কমেন্ট মুছে কূল করতে পারবেন না আপনি। আপনার মা-বাপ এর নাম তুলে গালাগালি করা হবে, আপনাকে গোলাম আজম, নিজামীদের সন্তান বলে আখ্যা দেয়া হবে। কিন্তু আপনি ভেঙে পড়বেন না, নির্লজ্জের মতো আপনার অপচেষ্টা অব্যাহত রাখবেন। ৮. আপনাকে কথা বলতে হবে বাঙালি সংস্কৃতি আর বাঙালি ঐতিহ্যের বিরুদ্ধে।

মূর্তি হতে হবে আপনার দুই চোখের বিষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেয়া বা পহেলা বৈশাখ উদযাপন যে অনৈসলামিক ও বেদাতি কাজ তাও আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনার কর্মকান্ডের মধ্য দিয়ে। '৫২, '৭১, ২১, ৩০ লক্ষ ইত্যাদি সংখ্যাবলীতে আপনার চরম এ্যালার্জি থাকতে হবে। ৯. মাদ্রাসা ছাত্রদেরকে মাথায় তুলে কথা বলবেন। তারা যে কতো অসহায় (!) তা আপনার লেখনীতে উঠে আসা চাই।

মাঝে মাঝেই প্রাচীন কোন ইসলামিক যুদ্ধ ও তার সাথে দেশে চলমান কোন ঘটনার মিল করিয়ে দিয়ে পোস্ট দেবেন। জিহাদের সংজ্ঞা, কত প্রকার ও কি কি এই বিষয়েও পোস্ট দেয়া বাধতামূলক। বিশেষ দিবসে চাই বিশেষ পোস্ট। যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস প্রভৃতি দিবসে এই সকল দিবসের পেছনে জামায়াতে ইসলামি বাংলাদেশের অবদান তুলে ধরে পোস্ট দিন। ১০. মাঝে মাঝে কিছু আষাঢ়ে পোস্ট দিতেও ভুলবেন না যেন।

যেমন: '৫২ এর ভাষা আন্দোলনে জামায়াতে ইসলামী বাংলাদেশের অবদান, মুক্তিযদ্ধে নিজামীর আত্মত্যাগ, গোলাম আজম - জাতির বীর সেনানী প্রভৃতি। ১১. ব্লগে আপনার একাধিক নিক নেইম রেজিস্টারকৃত থাকতে হবে যাতে কোন একটি নিক ব্যান খেলেও আপনি আপনার ছাগলামি চালিয়ে যেতে পারেন। তাছাড়া নিজের পোস্টে নিজেই রেটিং দিতে ও মন্তব্যের সংখ্যা বাড়াতে এর জুড়ি নেই। এক্ষেত্রে ছাগুরাম হতে পারে আপনার আদর্শ যে তার শতাধিক নিকের মাধ্যমে ব্লগে রীতিমতো কিংবদন্তীতে পরিণত হয়েছে। ব্লগে আপনার অন্য ছাগুভাইদের পোস্ট গিয়ে পোস্ট না পড়েই প্লাস দিয়ে আসতে ভুলবেন না যেন।

মন্তব্য হিসেবে - "সুন্দর পোস্ট", "অনেক ধন্যবাদ ", ইত্যাদি লিখে দিয়ে আসবেন। একই নাথে "যাযাকাল্লা খায়রান" জাতীয় জটিল সব আরবী মন্তব্য করে নেকী ও সওয়াব উভয়ই লাভ করুন। ১২. আপনাকে কপি-পেষ্টে পারদর্শী হতে হবে। সংগ্রাম, ইনকিলাব, রেডিও তেহরান বা জামাত-শিবিরের ম্যানুয়েলে পাওয়া যেকোন লেখা সরাসরি ব্লগে পেষ্ট করে দিতে হবে। ১৩. শব্দ চয়নে হতে হবে সুকৌশলী।

আওয়ামী, বাকশালী, নাস্তিক, ভারতের দালাল, গালিবাজ ইত্যাদি শব্দাবলী ব্যবহার করে প্রতিপক্ষ ব্লগারদের দুর্বল করার চেষ্টা করতে হবে। যে যত যুক্তিপূর্ণ কথাই বলুক না কেন, আপনার মতের বিরুদ্ধে যাওয়া মাত্রই এই সব শব্দাবলী প্রয়োগ শুরু করতে হবে। আশা করা যায় উরোল্লিখিত পদ্ধতিসমূহ অনুসরণ করলে আপনি স্বল্প সময়েই একজন পরিপূর্ণ ছাগুতে পরিণত হবেন। * যাদের ছাগু হবার কোন ইচ্ছে নেই, অর্থাৎ কিনা আমার মতো পাবলিক, তারা এই পোস্টে উল্লেখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ছাগু নিধনে নামতে পারেন। নতুন ব্লগারদের জন্য এই পোস্ট ছাগু নির্নয়ে সহায়ক হবে বলে আশা করছি।

* ব্যাক্তিগতভাবে আমি বাংলাদেশের রাজনীতিকে ঘৃণা করি। কোন রাজনৈতিক দলকেই আমার পছন্দ নয়। তবে একটি কথা সবসময়ই বিশ্বাস করেছি আমি - "বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে ঘৃণা করার হাজারটি কারন আছে, কিন্তু জামাতকে ঘৃণা করার ৩০ লক্ষ কারন আছে। " * ১২ নং পদ্ধতিটি ব্লগার অচেনা আগন্তক কর্তৃক প্রদত্ত। তাকে অসংখ্য ধন্যবাদ! * ১৩ নং পদ্ধতিটি ব্লগার অরণ্যচারী কর্তৃক প্রদত্ত।

অসংখ্য ধন্যবাদ তাকেও! * ১১নং পদ্ধতিটিতে "যাযাকুল্লাহ খায়রান" অংশটি ব্লগার সূর্য কর্তৃক যোগকৃত। তাকে ধন্যবাদ!
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.