আমাদের কথা খুঁজে নিন

   

গীটার এর ধারাবাহিক টিউটোরিয়াল পর্ব - ০১

ব্লগে একটু আধটু লিখি , আমি তেমন কিছুই জানিনা , যতটুকু জানি অন্যকে জানাতে পচন্দ করি । আমার ভূল গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । দোয়া করবেন আমার জন্যে । গীটার এর ধারাবাহিক টিউটোরিয়াল পর্ব - ০১ হ্যালো !! শুরুতেই আমি আপনাদের গীটার এর অংশ গুলো সম্পর্কে ভাল ভাবে পরিচয় করিয়ে দিব । বডি + ব্রীজ = গীটার এবার মূল Lesson এ ।

এখানে আমি গীটার কে সহজ ভাবে শিখার জন্যে কয়েক টা ধাপে ভাগ করেছি । ১. কর্ড ২. স্কেল ৩. পিচ এবার , আসুন যে গীটার দিয়ে এ কাজ গুলো করবেন , তা তো অবশ্যই টিউনড থাকতে হবে । টিউনিং টা কি ? এটা হচ্ছে তার গুলোকে একটা সমীকরনে রাখা । যাতে সূর টা অনেক শ্রুতি মধুর হয় । টিউনিং এর ক্ষেত্রে , কয়েক রকমের টিউনিং আছে ।

আমারা সাধারণত যে পদ্ধতি ব্যাবহার করি থাকে স্ট্যান্ডার্ড পদ্ধতি বলে । যার ক্রম হচ্ছে - E (প্রথম স্ট্রিং ) B (২য় স্ট্রিং ) G (৩য় স্ট্রিং ) D (৪র্থ স্ট্রিং ) A (পঞ্চম স্ট্রিং ) E (৬ষ্ট স্ট্রিং ) তবে এটা এখানে শিখানো যাবেনা , চেষ্টা করব ভিডিও আপলোড করতে । কারণ এটা প্র্যাক্টিকাল বিষয় মাইন্ড করবেন না একটু বড় সাজলাম আর কি আজ টিউনিং পর্যন্ত । আগামী পর্বে দেখা হবে শীগ্রই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।