আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নতো স্বপ্নই

ওয়াসিকুজ্জামান অনি

তোমার নীরব নিথর দেহ- বরফ ঠান্ডা ত্বক দেখে রক্তে ক্রোধের নাচন উঠেছিলো, সুর্য ভেঙ্গে আগুন নিয়ে এসেছিলাম কিন্তু কিছুই হয়নি। এ শীতলতা এত তীব্র আগুন হয়েছে পরাজিত। ও আমার বাংলাদেশ বার বার তুমি হয়েছো ধর্ষিত। আমি বা আমাদের দেয়া এ আগুনে তোমার শীত নিদ্রা কখনো বুঝি ভংবেনা? হাজার বেধে রাখি ঐ রক্ত ললুপ হায়নাগুলো ঠিকই বাধন খুলে তোমায় ছিড়ে খুড়ে খেতে আসবে, যেমন তারা আবার ফিরে আসছে। জলপাই পোষাকের পেয়াদাদের সর্দার ঐসব কুপমন্ডুক অভিভাবকের সাথে হাত মিলিয়ে আমাদের স্বপ্ন দেখিয়েছিলো, সেযে স্বপ্ন ছিলো আমরা বুঝতেও পারিনি। স্বপ্ন তো স্বপ্নই, তাকি কভু সত্যি হয় বলো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.