আমাদের কথা খুঁজে নিন

   

আলোর মিছিলে

সাধ্য আর সমর্থের বাইরে স্বপ্ন অলীক কল্পনা নয়। মনোবল আর সদ্বিচ্ছা থাকলে জয় আসবেই। সো দ্য ড্রীম উইল বি অলয়েস মেক্সিমাম ৬ফেব্রুয়ারি, ২০১৩। লেখা হলো যেন এক নতুন ইতিহাস। শাহাবাগের মোড় হয়ে গেল মিশরের তাহরির স্কয়ারের মত।

যেন নতুন নামকরন হলো শাহাবাগ স্কয়ার। '৫২ এর আন্দোলন বা '৭১ এর মুক্তিযুদ্ধ আমি দেখিনি। কিন্তু ছোটবেলা থেকেই পরিবারের গুরুজনের কাছ থেকে শুনে এসেছি মুক্তিযুদ্ধের গল্প। আমার '৫২ বা '৭১ নিয়ে লেখা পড়ে অনেকেই ফোড়ন কেটে বলতো "এখন এসব করে কোন লাভ নাই। তখন জন্মালেই বা তোরা কি করতি?" আজ আমি এইসব মানসিক প্রতিবন্ধীদের দৃঢ় ভাবে জবাব দিয়ে বলতে পারবো "তখন আমি জন্মালে ১৪৪ ধারা ভাঙতাম।

মিছিলেও যেতাম। " আজও জামাত হরতাল ডেকেছিল। ধ্বংসলীলাও কম চালায়নি। কিন্তু কাল রাতেই ভাবে রেখেছিলাম আজ আমি শাহাবাগে যাবই। আজ যদি না যাই সারা জীবন বিবেকের কাছে ছোট হয়ে থাকতে হবে।

যারা বাসায় বসে ঠোট উল্টিয়ে ভাবছ কি হবে আন্দোলন করে তাদের বলছি 'এ দেশের কিছু হবে না বলে অনেক আক্ষেপ করেছ। আজ সময় এসেছে কিছু করার। হাত-পা গুটিয়ে বসে থাকার চেয়ে কিছু করা ভালো। অন্ত্যত বলতে তো পারবো আমি চেষ্টা করেছি। আমার প্রতিবাদ করা দরকার আমি করেছি, যার বিবেক আছে সে শুনবে।

" আমার মা অনেক বারন করেছিল শাহাবাগ যেতে বলেছিল 'যদি বোমা মারে তখন কি করবি?" উত্তরে বলেছিলাম "যদি মারে তবে দোআ করো যেন মরে যাই তবে পঙ্গু হয়ে যেন ফিরে না আসি। " আমার উত্তর শুনে মা হতভম্ব হয়ে গেল। আর সেই সুযোগে আমি পালালাম বাসা থেকে। এরপর সোজা শাহাবাগ স্কয়ার। স্লোগানে স্লোগানে মুখরিত শাহাবাগ।

'ফাঁসি চাই ফাঁসি চাই রাজাকারদের ফাঁসি চাই' 'জুতা মার তালে তালে রাজাকারদের দুই গালে' 'আলবদর রাজাকার এইবার বাংলা ছাড়' '৭১এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'। মাথায় জাতীয় পতাকা বেঁধে গলায় হাতে লেখা একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে একাত্ম হয়ে গেলাম আমিও। সাথে প্রাণের বান্ধবী সেতু সেতু বড় ভাই জয়ন্ত আর তৌহিদ, বন্ধু সোয়েব আর রাজ। দেখা হলো মেনেজমেন্টের বাপ্পির সাথে। প্রথম আলোর ব্লগার নীলসাধু, স্বপ্নের ফেরিওয়ালা, আল-ইমরান ভাইয়াদের সাথে।

'জয় বাংলা' এই ছোট্ট শব্দ দুটোর যে কি যাদুকরী ক্ষমতা রয়েছে তা টের পেলাম আলোর মিছিলে যেয়ে। ছোট্ট শব্দ দুটো নাড়িয়ে দেয় ভেতরটাকে। আন্দোলিত করে মষ্তিস্ককে, জাগ্রত করে বিবেককে। যেন একাত্মতা ঘোষণা করে একই সুতোয় বেঁধে ফেলে অনেকগুলো অচেনা মানুষকে। আজ সবার একটাই দাবী রাজাকারদের ফাঁসি চাই।

এটা কোন রাজনৈতিক আন্দোলন নয়, নয় কোন ধর্মীয় আন্দোলন। এটা সমগ্র বাঙ্গালি জাতির দেশপ্রেমের আন্দোলন। তাই আসুন সবাই মিলে যোগদিন আমাদের সাথে শাহাবাগ স্কয়ারে। রাত সাড়ে ১০টায় বাসায় ফিরে যখন লিখতে বসলাম মনে মনে '৫২ এর ২১শে ফেব্রুয়ারির ১৪৪ ধারা ভঙ্গ করার মত আত্মতৃপ্তি অনুভব করলাম। সামিনা আলী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.