আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা ইউনিভার্সিটির under construction ওয়েবসাইটটি কবে নাগাদ পরিপূর্ন হবে ,কেউ কি জানেন?


এমনিতেই নিজের ইউনিভার্সিটি তথা ঢাকা ইউনিভার্সিটির সাইট এ খুব বেশি ঢুকা হয় না,কেন ইচ্ছা হয় না কিংবা কেন ঢুকার প্রয়োজন বোধ করি না,সেটা নিয়ে বিস্তর লিখা যবে,বিতর্ক করা যাবে অনেক।যাই হোক,আজকে আমার এক বন্ধু আসল,ওর কোন আত্বীয় এবার ইউনিভার্সিটি তে ভর্তি পরিক্ষা দিয়েছে,তার রেজাল্ট দেখার জন্য। এড্রেসবার এ ঠিকানা লিখে দিলাম,প্রথম পেইজটি ওপেন হতেই মেজাজ টা খারাপ হয়ে গেল। প্রথম পাতার একেবারে উপরে লেখা আছে This site is still under construction. Some of the pages or link may be inactive. এমন একটা অবস্থা,ঢাকা ইউনিভার্সিটি গত বছর নির্মান কাজ শুরু হয়েছে,তাই ওয়েবপেজটি সম্পুর্ন করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাই নি!! তবে খুশির কথা হল,অচিরেই সাইটটির নির্মান কাজ শেষ হবে। কয়েকমাস আগে ঢাক ঢোল পিটিয়ে ভূগোল ও পরিবেশ এবং ভূতত্ত্ব বিভাগ কে নিয়ে আলাদা একটা অনুষদ খোলা হয়েছে যার নাম হল Faculty of Earth and Environmental Sciences।অথচ এই দুটি ডিপার্টমেণ্ট নিয়ে আপনার যদি কিছু জানার দরকার হয় তাহলে নতুন অনুষদ এ ক্লিক করলে কিছুই পাওয়া যাবে না, তবে পুরাতন Faculty of Science এ ক্লিক করলে কিছু তথ্য পাওয়া যাবে।ইঞ্জিনীয়ারিং বিষয় নিয়া নতুন আরেকটি অনুষদ খোলা হয়েছে যার নাম হল Faculty of Engineering and Technology।এটার ও এক ই অবস্থা। আমার খুব অবাক লাগে ,ডাটা গুলো রিশাফল করতে এদের আর কতদিন সময় লাগে?সাইটটির মেইন্টেনেন্স এর দায়িত্ব কোন ছাগলদের দেয়া হয়েছে,আল্লাহ মাবুদ জানে!!আদৌ দেয়া আছে কিনা কে জানে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.