আমাদের কথা খুঁজে নিন

   

....মুনিগণ ধ্যান ভাঙ্গি দেয় পদে তপস্যার ফল।

কোন আপডেট নেই।

কবি আর গাতক... এই দুই সম্প্রদায়ই গোবেচারা মানুষগুলোর বহু ক্ষতি করে দিয়েছে। আমার ক্ষতির পরিমাণ মনে হয় আরো বেশি। দুঃখ্যে ...যাবতিয় আমি-তুমি টাইপ গান শোনা বন্ধ করেছি অনেক আগে থেকেই। কবিতাগুলো কেমন কেমন করে যেন পড়া হয়ে যায়।

অবশ্য আমার কবিতা নিয়ে টেস্ট প্রশ্নবিদ্ধ। কোন কারণ ছাড়াই কিছু কবিতা ভাল লেগে যায়। আবার কখনো কখনো খুব ভাল কোন কবিতাও আমার এন্টেনার উপর দিয়ে যায়। অবশ্য নিজে কোনদিন এই বিপদজনক পথে কোন চেষ্টা করিনি। কারণ শৈশবেই আমার "ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ... ঐখানেতে বাস করে আব্বা আর আম্মা..." শুনে বাংলার স্যার (এবং কবি) উপদেশ দিয়েছিলেন "...বাপধন কবিতা বড়ই কঠিন জিনিস।

তোমার মত শূন্যমাথার বেওয়াকুফ এর জন্য না। " শূন্যমাথার বেওয়াকুফ আমি উপদেশটা মনে রেখেছি ...। কিন্তু কি করব। ...কিছু কিছু সময়ই এমন এসে যায় ...কোবতে ছাড়া আর সব তখন পানসে লাগে। দুএকটা লাইন কেমন করে যেন ...হাজার কথা বলে ফেলে।

যাদের ইয়েঘটিত সর্বনাশ হয়েছে এবং হয়নি ...দু-দলেই একবারও "প্রহর শেষের আলোয় রাঙ্গা সেদিন চৈএ মাস... তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ" আওড়াননি এমন খুজেপাওয়া কষ্টই হবে মনে হয়। আজকের এক কোর্সের শেষ ক্লাসে বসে বসে ...বহুত দঃখ্যের সাথে আউড়ে গেছি.... "কে বলে শারদ শশী সে মুখের তুলা পদনখে পড়ে আছে তার কতগুলা। " ....আফসোস। যার জন্য ইশ্বরগুপ্তের কাছ থেকে ধার করতে হল... জানলও না। আফসোস..... আমি মুনিও না বা তপস্যারও কোন ফল ব্যাংকে জমা নেই যে পায়ে দেব।

আফসোস ....সামনে ফাইনালগুলো আর তারও কিছু দূরে অনেক দায়িত্ব আমার অপেক্ষায় বসে আছে। দুঃখ্য মোচনের জন্যও রবিবাবুর কাছে যেতে হচ্ছে। Click This Link ভয়ে ভয়ে এই আবর্জনা লিখলাম। কবিরা খেপে গেলে মুশকিল। একটাই ভরসা... শাওন আপার জামাই এর ভাস্যমতে ...কবিরা গদ্য পাঠ করেন না।

কেউ কোন ভুল সুধরে দিলে কৃতজ্ঞ থাকব ছবিটি Anubrata Karmakar এর পাতা থেকে ধার করা। যার লিংক: Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.