আমাদের কথা খুঁজে নিন

   

শাহাবাগের আন্দোলনের ফসল উঠাতে মাঠে নেমেছে আওয়ামীলীগ । সবাই সতর্ক থাকুন । আওয়ামীলীগ , বি এন পি - কাউরে এসবে আনবো না , বিচার চাই ।

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন লেখার প্রথমেই বলে নেই আজ বিচার নিয়ে কিছু আইনের কথা লিখবো । আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে বিচার করবেন আশা করি ।

আমি নিজে কোন দলের সক্রিয় কেউ না । বি এন পি , আওামিল্গ কে তো ঘৃণা করি । আর জামাত কে অবশ্যই । শাহাবাগের আন্দোলন এর ফসল ঘরে তুলতে বেস্ত আওয়ামী লিগ । যদিও শেষ পর্যন্ত সফল হবেনা ।

এখন অনেকেই বলবে , তবে কি বি এন পি কে ভোট দিব ? তাহলে তো আবার রাজাকার রা ক্ষমতায় আসবে । সেটা আপনাদের বিষয় । জারে খুশি ভোট দেন । আওামিলীগ , বি এন পি সবাই এক । আমি শুধু আমার দেখা , ও বোঝা যুক্তির কথা ও ভাবনা গুলো শেয়ার করছি ।

আওয়ামীলীগ এর নির্লজ্জ পলিটিকাল গেম দেখে কিছু লিখতে ইচ্ছা হল । কাদের মোল্লার ফাঁসি সবাই চায় । কিন্তু তা না করে , সরকার সুযোগ নিল অনেক ভাবে । বলা যায় এক ঢীলে অনেক পাখি মারার চেষ্টা । ১. পাবলিকের কি মত আরেকবার ঝালাই করল ।

এবং এখন বলতে পারবে , দেখ বিচার চায় সবাই , শুধু বি এন পি - জামাত ছাড়া । ২. সবাইকে দেখানো যাবে ট্রাই বুনাল নিরপেক্ষ । সরকারের কোন হাত নাই । জনগন তো লেবেন ছুস খাচ্ছে ,তাই বুঝবে না । ৩. আসল অন্যতম কারন হল জামাতের আসন্ন হামলা থেকে সরকারের পিঠ বাচানোর মহড়া ও হয়ে গেল ।

মনে হচ্ছে , সামনে আর কোন রায় হবে না । সরকার ভয় পেয়েছে , এটা পানির মত সত্য । তবে পেছনে কোন লেনা দেনা হল নাকি , সেটা গবেসয়ান্র বিষয় । কারন জামাত অনেক ধনী একটা দল । কয়েক শ কোটি টাকা আওামিলীগ কে দিতেই পারে ।

এই বার কিছু বিক্ষিপ্ত ভাবনা শেয়ার করবো । বিশেষ করে আওয়ামী মিথ্যাচার নিয়ে । বিচার করবেন ভাল , কিন্তু জিয়ারে নিয়া ফালতু কথা বলা আওয়ামীলীগ আর তাদের কিছু ভাদাইম্মা দোসর ( নীতিহারা বান দল ) দের পুরান রোগ । কিন্তু একটা কথা কেন বোঝে না , যে বি এন পি হইসে আর কয়দিন ? বঙ্গবন্ধু মৃত্যুর পরে কারা সেদিন সরকার প্রধান ছিল ? কারা মন্ত্রি সভায় ছিল ? তখন তো বি এন পি এর জন্ম হইনি । খন্দকার মশ্তাক কে ? তিনি আওয়ামীলীগ নেতা ।

এখন অনেকে বলবেন তাদের অস্রের ভয় দেখিয়ে ক্ষমতায় বসানো হয়েছিল , যেমন টা বলে তৎকালীন গাদ্দার সেনাপ্রধান । তাইলে কন বালের আদর্শ হাম্বা লিগের । বিচার করবি কর । জিয়ারে টাইনা আনস কেন বোকা চদার দল । প্রথমত বঙ্গবন্ধু নিজে যুদ্ধাপরাধীদের ক্ষমা করছে , যা তিন দেশের সাথে সমঝোতায় ১৯৫ জন পাকি কুত্তারে মাফ করে দিসে ।

তাঁর পর যারা দালাল বা রাকজাকার ছিল তাদের ৭৪ এ ক্ষমা করে দিসে । তাঁর নিজের বক্তৃতায় আছে যে " পৃথিবী দেখুক বাঙালি ক্ষমা করতে জানে । কিন্তু এটা ঠিক যে তিনি বলেছিলেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে , বা চলছে , তাদের মাফ করা হবেনা । সেদিন তো এই জামাত নেতা দের বিরুদ্ধে কেউ একটা জি ডি ও করে নাই । তাইলে তাগ বিচার কিভাবে করবে ? তাও করুক , সমস্যা নাই ।

পরে ফৌজদারি মামলা করুক । কিন্তু তাও হইনি । । এখন হুট করে ট্রাই বুনাল , মামলা , সাজা - অতঃপর সাজানো নাটক । যে ৭৩ সালের দালাল আইনে মামলা আজ চলছে , তাঁর ও তো কোন ভিত্তি নাই ।

কারন সে আইনে যা ছিল তা দিয়ে কিন্তু জামাতি দের বিচার করা যায়না । কারন সেখানে ছিল অস্র সহ কোন বাহিনী বা গোষ্ঠী দ্বারা সংঘটিত অপরাধ । পরে এই বার আওয়ামীলীগ ক্ষমতায় এসে আইন সংশোধন করে বিচার শুরু করল । ওই আইনের সাথে লাগাল " ইন্ডীভিজুয়াল " পারসনের অপরাধের ও বিচার করবে । যার আওতায় একে একে সাইদি , নিজামি দের অপরাধের বিচার হচ্ছে ।

কিন্তু আমরা জানি যে আইন পরিবর্তন করলে কিন্তু পরিবর্তনের আগে যে অবস্থায় ছিল তা দিয়ে এখন বিচার হবে না , যদি ওই অপরাধ পূর্বেই হয়ে থাকে । অর্থ হচ্ছে , এই মানবতাবিরধি আইনে আগের অপরাধের বিচার করা যায় না । সামনে এমন কিছু হলে তাঁর বিচার হবে । যেমন দেখুন , বি ডি আর এর বিচারে এখন কেউকেই ফাঁসি দিবে না । কারন আগে আইন ছিল সর্ব উচ্চ সাজা ৭ বছর জেল ।

তাই দেয়া হচ্ছে । কিন্তু নতুন করে আইন পরিবর্তন করে এখন কিন্তু সাজা বারান হয়েছে ফাঁসি পর্যন্ত । অর্থ হল ভবিষ্যতে এমন হত্যাকাণ্ড হলে তখন ফাঁসি দেয়া যাবে । কিন্তু যেহেতু আইন সংশোধন হবার আগেই ঘটনা হয়েছে , তাই আগের আইনে বিচার করা যায়না । জিয়া কিন্তু জামাত রে রাজনীতির অধিকার দেইনি ।

দিয়েছিল সকল দল কেই , বঙ্গবন্ধুর বাক শালের পরে । তখন আই ডি এল নাম দিয়ে যদি জামাত বা অন্য কেউ রাজনীতিতে আসে । তাহলে কিভাবে তাদের না করা যাবে ? জনগন তাদের সাথে না থাকলে নাই । গনতন্ন্ত্রের কথা বলেন , ভোট এর মাধ্যমে পারলে কেউ আসবে । এই তো ।

এখন কথা হল ৮৬ তে আওয়ামীলীগ জামাতের সাথে যায় , তখন কিছু হয়না । ৯৬ তে গেলে , তখন কিছু হয়না । এসব প্রশ্ন করলে আওয়ামী নেতারা জবাব দেন , রাজনীতিতে অনেক সময় আপস , সমঝোতা করতে হয় । কিন্তু বি এন পি করলেই দোষ ? আমাকে কি বি এন পির সমর্থক মনে হচ্ছে ? হলে কিছু করার নাই । আগামিতে বি এন পি এমন কোন বদ কাম করলে , তা নিয়েও লেখা হবে ।

বি এন পির সাথে জামাতের সখ্যতা আমিও পছন্দ করি না । অনেকের মনে প্রশ্ন আসবে তাহলে বি এন পি কেন চুপ ? হ্যাঁ , পলিটিকালী যাতে হাম্বা লীগের কাছে না হারে তাই চুপ । কারন পক্ষে বললে হাম্বা লিগ বলবে বি এন পি র শুভ বুদ্ধির উদয় হয়েছে । জামাত কে জোটে নিয়েন না । তাতে আওয়ামীলীগের সুবিধা ।

আর রায়ের বিপক্ষে আনুষ্ঠানিক কিছু বললে , বলবে দেখ জাতি বি এন পি বিচার চায় না । তাই ওনারা নিশ্ছুপ । কারন সব দিক দিয়েও হাম্বা লিগ এমন জাল পেতে রাখছে যে , এই ফাঁদে পা দিচ্ছে না বি এন পি । বি এন পি বা অন্য কারো নামে অযথা মিথ্যা কথা তো মেনে নিতে পারি না । আওামিলেগের ক্রমাগত মিথ্যাচার দেখে আজ এই লেখা লিখলাম ।

একটু আগে দেখলাম শাহাবাগের আন্দোলনে এসে আমাদের মহামান্য এটর্নি বলেছেন আপিল করলে নাকি ফাঁসি হতে পারে । এর পরেও কি আমরা বুঝি না যে বিচার করছে আওয়ামীলীগ , আদালত না । আশা করি বিকেলে যেমন বন মন্ত্রি নাটক করতে এসে জন রোষের মুখে পড়ছেন , এটর্নি ও তেমনি ধিক্কার পাবেন । কাদের মল্যার রায় দিয়া , নাটক করে জনগন কে বাজিয়ে দেখল হাম্বা লিগ । কিন্তু জনগন তো তাদের ছাড়ছে না ।

বিচার নিয়ে এই লুকোচুরি খেলা কেন খেলল আমাদের সাথে , সেই জবাব ও মাশুল আগামিতে তারা পাবে নিশ্চয়ই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.