আমাদের কথা খুঁজে নিন

   

রোজনামা ।



ক্ষমতার জন্য তুমি কতখানি দিতে পার ক্ষমতার জন্য তুমি কতখানি পেতে পার ক্ষমতার জন্য তুমি কতখানি নিতে পার ? বিক্ষোভেবিপ্লবেযুদ্ধেদাঙ্গায়হত্যায়নাশকতায় ক্ষমতাকে চেনা যায় না, ক্ষমতাকে চেনা যায় যদি শনাক্ত করা যায় আমি তার কতখানি । *********** ঐশ্বর্য ছড়িয়েছ.... কামনার বীজ বুনে শরীরে বেঁধেছ বাসা । ঐশ্বর্য উড়িয়েছ.... আর বিশ্বাস করেছ ভালবাসা একটি চারাগাছ । ভিক্ষে করে লিখেছ বিরহ ভিক্ষে করে করে একদিন পাথর সাক্ষী এক অরণ্যকে ভেবেছ পরিত্রাণ................ফুঃ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।