আমাদের কথা খুঁজে নিন

   

রোজনামা



সময়ের দোটানায় আজ হারিয়ে যাচ্ছে সব, অনেক কিছুই করতে চায় মন বাবাজি, পারে না! আমার অবস্থা হলো 'ধরি মাছ, না ছুই পানি। ' পড়াশুনা করা অনেক দরকার কারণ একসপ্তাহ পর পরিক্ষা। তবুও পারছি না পড়তে। তাছাড়া পায়ের লিগামেন্ট ছিড়ে ঘরের আঙিনাই এখন আমার পৃথিবী। চারদেয়ালে আবদ্ধ এক অলস জীবন কাটাচ্ছি।

জীবনে অনেক অ-নেক স্বপ্ন বুনে মানুষ, সব পূরণ হয় না। তবুও আশায় বাঁধে ঘর। আচ্ছা মানুষ কেন এত্তো স্বপ্ন বুনে? স্বপ্ন বুনে বলেও সে মানুষ। নইলে স্বপ্ন বা লক্ষ্য ছাড়া মানুষ জড় পদার্থের মতো। আমার জীবনের স্বপ্নগুলো অনেক বড়।

কিন্তু অলসতা আমায় সেগুলো পূরণ করতে দেয় না। আর অসতর্ক জীবন চালন দৈনন্দিন আমায় জীবন সংগ্রামে দূরে সরিয়ে দেয় অতি দূরে। তাই সবার কাছে দোয়া চাই যেনো সুস্থ হয়ে পরিক্ষা দিতে পারি। আমিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।