আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৯৩ (যে আগুন পুড়ায়, তার স্ফুলিংগে সৌন্দর্য্যও থাকে)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৯২ (সরে এলাম, নিজের ব্যাক্তিত্ব ক্ষয়ে যাওয়ার আগে) সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন : হ্যালো, অনু : সপ্তী! এত রাতে!! : দুঃস্বপ্ন : ধেৎ, স্বপ্নতো স্বপ্নই হয় : যে স্বপ্নে তুই পাশে নেই? : (চুপ) : কেন দেখলাম? : খুশি ছিলি? : অপরিচিত কেউ, পাশে আমি বউ : (চুপ) : হাসছি খেলছি, কেন! : যে আগুন পুড়ায়, তার স্ফুলিংগে সৌন্দর্য্যও থাকে : মানে কি? : তোর সুখেই খুঁজবো স্ফুলিংগের মত সুখ : অনু! : হুমম : তুই তো এমন না! : তবে? : জোর করবিনা? কেন যেতে দিবি? বাঁচবো তাহলে? ২৬-১১-০৮, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।