আমাদের কথা খুঁজে নিন

   

স্মাইল বিডি'র বাঁকা হাসি

www.cameraman-blog.com/

নেট প্রোভাইডার আর নিজের কম্পিউটারের যন্ত্রণায় নেট ছাড়া অনেক দিন। সাথে কিছু ব্যক্তিগত সমস্যাও ছিল। সাইবার ক্যাফে আর ডায়াল-আপ ব্যবহার করে টুকটাক ইমেইল চালাচালি চলছিল টিকই, তবে সার্ফিং টা তেমনভাবে আর করা হয়ে উঠেনি। সব কিছু জোড়াতালি দিয়ে একটা পর্যায়ে নিয়ে এসে মনে হলো এখন একটা ২৪/৭ লাইন দরকার। মোবাইল ইন্টারনেট বাদ দিলাম খরচের কথা মাথায় রেখে।

ব্লগারসহ আরো কয়েকজন বন্ধুর কাছ থেকে পরামর্শ পেলাম স্মাইল বিডি'র লাইন নেয়ার। এক ব্লগারের বাসা থেকে একদিন ফোন দিলাম। ০১৭৩০০৩৩৩৪৪ নম্বরে যিনি ধরলেন তার কেমন যেন একটা গা ছাড়া ভাব। বাসা কোথায়, দেখতে হবে, ১০ মিনিট পরে ফোন দেন ইত্যাদি। টাল্টি-বাল্টি আরকি।

কিছুক্ষণ পর ফোন দেয়া মাত্রই তিনি জানালেন তাদের কানেকশন ফি ২০০০ টাকা আর সবচেয়ে কম প্যাকেজটির মূল্য ৪০০ টাকা। আমাকে যারা স্মাইলের কথা বলেছিলেন তারা কানেকশন ফি বলেছিলেন ১০০০ টাকা। সেটা বলতেই বললেন বাড়ানো হয়েছে কয়েকদিন আগে। মনটা কেমন যেন খূঁত খূঁত করছিল। বাসায় এসে খোজ নিলাম কাছাকাছি আর কে লাইন দেয়।

একটা পেলাম স্কাইলাইন। ১০০০ টাকা কানেকশন আর প্রতি মাস ৭০০ টাকা। লাইনটা নিয়েই ফেললাম। আর তখনই চোখে পড়লো স্মাইল বিডির বাঁকা হাসি। স্কাইলাইন থেকে আসলে আমি স্মাইল বিডি'র লাইন ই নিয়েছি।

ভ্যাট সহ স্মাইল বিডির এই প্যাকেজটির মূল্য আসলে ৫৭৫ টাকা আর আমাকে দিতে হচ্ছে ৭০০ টাকা। স্মাইল বিডি থেকে আমাকে পরদিন আবার ফোন করলো লাইন নিবো কিনা জানার জন্য। সব বলে আমি জানতে চাইলাম নিজের কোম্পানি রেখে অন্য কোম্পানির পক্ষে কাজ করার হেতু কি। সে তখনও তার বক্তব্যে অটল - তাদের কানেকশন ফি আসলেই বাড়ান হয়েছে। স্মাইল বিডির স্পিড ভাল।

৮ - ১২ 'কে' গড়ে থাকবে বলেছিল। ৮ এর নিচে নামে খূব কম - নেমে ৪/৫ ও হয়। ১২/১৩ পাচ্ছি হরহামেশাই। গত শুক্রবারে প্রায় আধা ঘন্টা ছিল ৬০ - ৮০ 'কে'। আর গতকাল রাত্রে অনেকক্ষণ পেলাম ৪০-৪৫ 'কে'।

সার্ভিস নিয়ে আপাতত বলার কিছু নাই। বাকিটা ভবিষ্যৎ বলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.