আমাদের কথা খুঁজে নিন

   

সম্রাজ্ঞী

মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
ছোট ছোট সমস্ত কথা জমে আছে, অনুভবে রয়েছে সেই চির পুরাতন ভালোবাসা। সেই চির পুরাতন বনেদী চাঁদ অকৃত্রিম সাজে, নক্ষত্রময় রুপালী জোছনায় কাছে আসা। সেই সুদূর অতীতের মতো আড়ষ্ট তুমি, সময়ের গহ্বর হতে কাঁপে ভীরু হৃদকম্পন। অভিজাত মৃদু হাওয়া আনমনে তোলে তোমার এলোচুলে আলোড়ন।

আমাদের যদি থাকতো অনন্ত সময়, ক্রীতদাস হতো যদি মহাকাল। যদি জোনাকীরা প্রদীপ জ্বালিয়ে আধাঁরের অরণ্যে প্রহরী হয়ে থাকতো বহাল। তবে, একঘেয়ে লাগতো না সুপ্রাচীন নাট মন্দিরের মতো দীর্ঘ নিরবতার সন্ন্যাস। তোমার সচ্ছ দু’ চোখের মাঝে ডুবে খুঁজে ফিরতাম কিংবদন্তী প্রেমের প্রকাশ। আমার প্রতিটি নিশ্বাসে মিশে যেত তোমার দেহের কাঁঠালীচাঁপার ঘ্রান।

লাবন্যময়ী ফুলেরা আমাদের জন্য ঢালতো মদির থরে থরে অফুরান। রহস্যময় নকশীকাঁথায় এঁকে যেতাম আমাদের প্রতিটি বাক্য-সমস্ত ভাবনা। ইতিহাসের বিশ্বাসঘাতকের মতো মূহুর্তগুলিকে নিয়ে থাকতো না কোন অনুশোচনা। অভিসারের স্তিমিত প্রহরে বেজে উঠে ঘন্টাধ্বনি, না বলা প্রেমের পংক্তিগুলো জেনো অবিসংবাদ। সম্রাজ্ঞী, তোমার জন্য আজ রাতটি হোক অচেনা মুঘল স্থপতির শ্বেতপাথরের রাজপ্রাসাদ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.