আমাদের কথা খুঁজে নিন

   

!!~তুমি সম্রাজ্ঞী~!!

Im a soldier, born to die ! \m/

তুমি সম্রাজ্ঞী, বিশাল রাজ্যের শত রাজপুত্র তোমার অপেক্ষায়, তুমি হাত ধরবে তার, সেই প্রত্যাশায় ! আমি রাজ দরবারের এককোনায়, ক্ষুদ্র কায়া, তোমারি দেহরক্ষী। তোমায় রক্ষা করাই আমার কাজ, নেই চোখ তুলে দেখারও অধিকার, তুমি জানতেও পার না, কেউ মনের চোখে তাকিয়ে আছে তোমার দিকে, সারাক্ষণ, তোমার অজান্তে ! তুমি অষ্টাদশী বালিকা, বাগানে ঘুরে বেড়াও এলো চুলে ! আলতো স্পর্শে ছুঁয়ে দাও ফুল, গভীর ভালবাসায়, অথবা ঝুঁকে গ্রাণ নাও বুক ভরে, পরম মমতায়, তখন আমি লুটিয়ে পড়ি তোমার পায়ে, হয়ে শিশির ভেজা ঘাস। তোমার অলক্ষ্যে ! তুমি দেবী, দেবতাদের সাথেই তোমার বসবাস , আমি নিত্য দেই নিজেকে বলি, রাখতে তোমায় সন্তুষ্ট, করি নিজের সর্বনাশ ! তুমি খবরও রাখ না, কেউ তোমার জন্য আগুনে পোড়ে, করে নিত্য মৃত্যুর সাথে সহবাস !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.