আমাদের কথা খুঁজে নিন

   

উড়াধুরা প্রেমের কবিতা



শব্দের বৃষ্টিতে ভিজেছিলাম কাল সারারাত। ডাহুক ডেকে যাচ্ছিল হৃদয়ের বনভূমে। দু'চোখের আনন্দকে ছুঁতে পারো নাই। তবু ভীরু প্রেমিকের মত বারবার ফিরে ফিরে চাওয়াক্ষন। বুকের বাম পাশে ব্যথার মত কিছু।

শব্দ খুঁজে পাচ্ছিলেনা প্রকাশ করবার। বললাম "ও হলো প্রেম। " দু'চোখে প্রশ্ন বোধকের মিছিল তোমার। কোনটা থেকে কোনটার উত্তরে যাই হিমশিম খেয়ে যাই নিমেষেই। খুব কাব্য করে বলা যেতো যদি ধরা যাক খুব প্রিয় কোন এক কবিতার চমকীয় শুরুটা।

কবিতার প্রেমিক প্রেমিকার হৃদয়ের সে কি অদ্ভুত আকুতি। একজনের জন্য অন্যের মারকাট ভালোবাসা। শুধু প্রয়োজনের তোপেই এমন! আমি তোমার দিকে তাকিয়ে থাকি অনিমেষ। অথচ সব ভুলে তুমি কেমন পথের দিকে চেয়ে থাকো! জীবনের সহজ সত্যালাপ এমনি। খুব কাছের টা ফেলে চোখ কেবলি দুরের দিকে তাকিয়ে থাকে কিসের প্রতীক্ষায় কে জানে! তোমার বুক পকেটের নীলখামে যতগুলো পদ্মপাতার শিশির।

সবগুলো আমাকে দাও বলেছিলাম তোমায়। বলেছিলাম শব্দের বৃষ্টিতে ভিজতে ভিজতে কাল সারারাত দু'চোখ বোজা হলো না। শুধু তুমি এসেছিলে তাই আমার দু'চোখের আঙিনায়। আমার আনন্দময়তায় কিছু অবহেলা দিতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।