আমাদের কথা খুঁজে নিন

   

এ জার্নি টু খুলনা



১৯৯৮ সালের কথা। খুলনা বিআইটি তে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম বাসে করে। কবিতাটি খুলনা থেকে ফিরে লেখা। "সুমনা" লং রোডে খুলনা পাশে বসে সুমনা, বাতাসের সকি ঝাপটা আনমনা হয় মনটা। বেয়াদব চোখ-জোরা কিছুতেই কথা শুনেনা, সামনের বুড়োটা- যেন পর্দার ভিলেনটা।

সুমনার তিলটা(ঠোটের নিচে) খুব কাড়ে মনটা, আর ওর ঠোটটা ! যেন গোলাপের তোড়া। পারি না সইতে- কি করে বলি, তুমি যে- (আমার প্রিয়া) যেই বলি তুমি যে ভুলে যাই আমি কে? তবে কি হবেনা দোকলা, চিরকালটাই কি তবে একলা ? অবশেষে এলো ঝড়টা, আমার নস্ট চিন্তাভাবনা কাত হয়ে যায় বাসটা। হঠাৎ, বুকে লাগে প্রচন্ড ধাক্কা দেখি একি, এযে সুমনা সরি সরি বলে উঠে পরে সুমনা মনে মনে বলি আর একটু থাকোনা আর মুখে বলি ও কিছুনা। চলে গেল সুমনা মাঝ পথে খুলনা, রেখে গেল স্মৃতিটা মনে পড়ে যখনই পাই ধাক্কা । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।