আমাদের কথা খুঁজে নিন

   

একঘেয়ে সাদাকালো স্বপ্ন।

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো একই অবয়ব একটাই গাথুনি আর পৌরনিক কিছু কাহিনীতে আমি যেনো আটকে আছি বহুদিন। চিরচেনা পথে চেনা চোরাবালির অতলে আমার আর হারাতে ইচ্ছে হয় না। এখন কেবল মুখস্ত মানুষ দেখি, পরিচিত কোলাহল নিঃশব্দ আর্তনাদ আর ভীড়ের ভীড়ে হারিয়ে যাওয়া নিঃসঙ্গ মানুষ দেখি। সেই চেনা কস্ট চেনা দুঃক্ষ দেখতে দেখতে এখন আমার অসহ্য লাগে; আমি অস্বস্থি বোধ করি। বিরামহীন চিরচেনা দুঃক্ষ এখন আর আমাকে কাঁদায় না মোটেও। আমি যেনো শত সহস্র বছরের জমাট পাথর কোনো, কিছু নতুন দুঃক্ষ পেলে ক্ষতি কী! সাদাকালো রাতে সাদাকালো স্বপ্ন দেখতে দেখতে আমার চোখ এখন আর প্রজাপতি রঙ ছুঁতে চায় না। রঙধনুর সাতরঙ সেও যেনো মনে হয় সাদাকালো। এই একঘেয়ে সাদাকালো স্বপ্ন দেখতে দেখতে আমি ক্লান্ত; আমি ঝকঝকে চকচকে কিছু রঙ্গিন স্বপ্ন দেখতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।