আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৮৫ (তুই কি কোলবালিশের মত শান্ত সুবোধ! )

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৮৪(অপরাধী কর, কয়েদী কর সাত-জীবনের) সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন : সপ্তী! : আবার কী? (দুষ্টমিতে ভ্রু-কুঞ্চিত) : হিংসা হয় : আবার কারে! : দেয়াল জুড়ে তোর ঐ আয়নাকে : হি হি হি ভালোবাসার ডায়লগ বলবি? : (চুপ) : হি হি হি রাগ? বল্ সোনা বল্.. : আয়নাটা করে তোরে বক্ষে ধারণ : ওঁমম... তাইতো! তুই অনেক জ্ঞানী : সপ্তী, আয়না হবো : কি! যে সামনে তারই ছবি বক্ষে ধরবি! : এমনটাতো ভেবে দেখিনি : বুদ্ধু কাঁহিকা (চাপা হাসি) : সপ্তী, তোর ঐ কোলবালিশটাকে বেশী হিংসা হয় : বল্ কোলবালিশ হবি! (আদুরে শাষন) : হুমম. তোর ঐ কোলবালিশ হবো, একান্ত তোর : এঁহ.. তুই কি কোলবালিশের মত শান্ত সুবোধ! হি হি হি : শান্ত সুবোধ হই এমনটাই চাস? : (চুপ) : হে হে হে... ২০-১১-০৮, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।