আমাদের কথা খুঁজে নিন

   

আমি তোমাকেই বলে দেব--সন্জীব চৌধুরী

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘরাত আমি হেটে গেছি বিরাণ পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দড়জায় ছুঁয়ে কান্নার রং; ছুয়ে জোছনার ছায়া ছুঁয়ে কান্নার রং; ছুয়ে জোছনার ছায়া আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘরাত আমি হেটে গেছি বিরাণ পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দড়জায় ছুঁয়ে কান্নার রং; ছুয়ে জোছনার ছায়া ছুঁয়ে কান্নার রং; ছুয়ে জোছনার ছায়া আমি কাউকে বলিনি সে নাম কেউ জানেনা না জানে আড়াল আমি কাউকে বলিনি সে নাম কেউ জানেনা না জানে আড়াল জানে কান্নার রং; জানে জোছনার ছায়া জানে কান্নার রং; জানে জোছনার ছায়া তবে এই হোক তীরে জাগুক প্লাবন দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবন তবে এই হোক তীরে জাগুক প্লাবন দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবন তুমি কান্নার রং; তুমি জোছনা ছায়া তুমি কান্নার রং; তুমি জোছনা ছায়া আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘরাত আমি হেটে গেছি বিরাণ পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দড়জায় ছুঁয়ে কান্নার রং; ছুয়ে জোছনার ছায়া ছুঁয়ে কান্নার রং; ছুয়ে জোছনার ছায়া ডাউনলোড লিংক: Tomakei bole debo Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।