আমাদের কথা খুঁজে নিন

   

আপনজন হারানোর বেদনা

প্রবলেমেটিক

যখন অতি আপনজন কারো এই পৃথিবী থেকে চলে যায়। তখন আমি ভাষা হারিয়ে ফেলি তাকে সান্তনা দেয়ার। এই একটা কাজ আমি হয়ত কখনই করতে পারি না। বুঝি না আমি এ যে কতবড় কষ্ট। আমার তো আপনজন যা্য়নি আমি কি করে সান্তনা দেই।

আমার খুব খারাপ লাগে কিন্তু প্রকাশ করতে পারি। যার হারায় সে কিন্তু ঠিকই বোঝে আপন হারানোর বেদনা। ১২ ই নভেম্বর রাত ৮টা বাজে। মনে হলো দেশে বান্ধবী কে ফোন দেই। তারপর দিলাম, ফোন রাখার সময় বলল "পারলে দেশে আমার পারার একজনকে ফোন দিতে, কারন ওর বাবা মারা গেছে ২-১ দিন আগে" আমি শুনে একটু নিশ্চুপ হয়ে যাই।

অনেক স্মৃতি মনে পরে যায় আর ভাবি আমি তো ফোন করতে পারবনা। আমি কি বলে সান্তনা দিব, সান্তনা দেবার মত ভাষা আমার জানা নেই, কেন এই নিয়ম, একই দিন, অর্থাৎ, ১২ ই নভেম্বর রাত তখন ১-২ টা বাঝে, হঠাৎ একটা Unknwon call, আমি কলটা ধরলাম "হ্যালো, কে মাহবুব ভাইয়্যা, আব্বু তো আর নেই, ভাইয়াকে ফোনে পাচ্ছিনা, দয়াকরে একটু জানিয়ে দিবেন............................... ", কলটা কেটে গেল। আমার চাচাতো বোন ফোন করেছিল, আমি পরছিলাম, পরা বাদ দিয়ে চুপ করে বসে পরলাম, কি করব, আমার কি করা উচিৎ? গত ২-৩ ঘন্টা পারার ঐ স্যারের কথা ভারছিলাম, কি করে ফোন করব, কি করে সান্তনা দিব, আমার ছোট চাচা মারা গেছে। আমার চাচাতো ভাই এখানেই (লন্ডনে) খাকে, কিভাবে ফোন করে বলব ওর বাবা আর নেই, আজ যদি আমার বাবা মারা যেত ও কি পারত আমাকে এত সহজে ফোন করে বলতে, আমি খুব অস্থির হয়ে গেলাম, এখনো প্রশ্ন জাগে আমি কি করব? আমার কি করা উচিৎ। প্রত্যেকটা মানুষকে একদিন এই সময়টা পার করতে হবে।

দুনিয়ার কেন এই নিয়ম,...........................আর পারছি না.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।