আমাদের কথা খুঁজে নিন

   

ডাকটিকিটে বানান ভুল

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।
২০০৫ সালে ১লা ফেব্রুয়ারী দক্ষিণ এশিয়া পযর্টন বর্ষ উপলক্ষে এই ডাকটিকিটটি প্রকাশিত হয়। মজার ব্যাপা‍র হল এতে Tourism বানানটি ভুল লেখা হয়েছে। লেখা হয়েছে Tourisam. ডাকটিকিটটির নকশাকার মৃণাল চক্রবর্তী। সাধারনত এধরনের ডাকটিকিট প্রত্যাহার করা হয়।

কিন্তু এটা বাংলাদেশ। বাংলাদেশের সরকারী কর্তৃপক্ষ সমূহ যা একবার করে তাই ঠিক। আমার সংগ্রহে এই ডাকটিকিটটি রেখে দিয়েছি। এধরনের ভুল যুক্ত ডাকটিকিট পরবর্তীতে অনেক মূল্যবান হয়। আর ‍একজন সংগ্রাহকের কাছে অমূল্য সম্পদ।

পুনশ্চঃ আসলে ভুলটা ইচ্ছে করে করা হয় না। অন্য কোন দেশ হলে প্রকাশের কয়েকদিনের মধ্যেই হয়তো প্রত্যাহার করা হত। এই সময়ের মধ্যে যতগুলো বিক্রি হয়ে থাকে সেগুলো যেহেতু সংখ্যায় কম তাই পরে বহুমূল্যবান হয়। বর্তমানে বাংলাদেশের ‍ডাকটিকিট সংগ্রাহকরা বিপন্ন প্রাণী। তাই এই টিকিটটি খুব বেশি বিক্রি হয়েছে বলে মনে হয় না।

পুনশ্চঃ ডাকটিকিটে ভুল নতুন কোন বিষয় নয়। বলা চলে এটি ডাকটিকিট জগতে একটি প্রতিষ্ঠিত টার্ম। তবে এই ভুলটি মুদ্রণ প্রমাদ নয়, এটা স্পষ্ট। মুদ্রণ প্রমাদে মাঝখানে একটা A এসে বসে না। ডিজাইনারের হয়তো Tourism বানানটা জানা ছিল না বা মনে ছিল না, তিনি উচ্চারণের সা‍থে মিল রেখে লিখেছেন।

ডাকটিকিট অন্যসব সরকারী প্রকাশনার মত একটি দলিল। তাছাড়া এটি দেশ ও সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে। তাই একটি ডাকটিকিট প্রকাশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিৎ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।