আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল মেডিক্যাল জোক : ফিমেইল জেনিটালিয়া

এখানে সিন্ডিকেটবাজদের পাত্তা দেয়া হয় না

ফার্স্ট ইয়ারের ঘটনা। এনাটমির এবডোমেন কার্ডের ভিসেরা দেখাচ্ছিলেন স্যর। স্যর প্রায় কয়েক মাস ছুটি কাটিয়ে এসচেন। সেদিন দেখাচ্ছিলেন মেইল আর ফিমেইল জেনিটালিয়া। প্রথমেই স্যর মেইল জেনিটালিয়া পড়ালেন।

এনাটমিক্যাল পজিশনে ধরা, স্ট্রাকচারস, ফাংশন, নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই... এরপর স্যর শুরু করলেন ফিমেইল জেনিটালিয়া। প্রথমেই কাজ হোল এনাটমিক্যাল পজিশনে ধরা। ঘটনাক্রমে, স্যর শুরুতেই বেশ বড় ভুল করলেন, এনাটমিক্যাল পজিশনে ধরাটা ঠিক হোল না স্যরের। স্টুডেন্টদের মধ্যে গুঞ্জন শুরু হোল। এক আঁতেল উঠে চিত্‍কার দিল- স্যর এনাটমিক্যাল পজিশনে ধরা হয় নি স্যর! স্যর প্রমাদ গুণলেন, কয়েকবারের চেষ্টায় ঠিক কোরে ধরলেন আর বিব্রত হোয়ে লাজুক ভঙ্গিমায় বোললেন- ঔ সরি, আসলে অনেকদিন ধরি না তো... এ কথা শুনেই স্টুডেন্টদের মধ্যে কয়েক মুহুর্তের পিনপতন নীরবতা আর পরস্পর মুখ-চাওয়াচাওয়ি... আর তারপরই অট্টহাসিতে ফেটে পড়ে সবাই, লজ্জায় লাল হয় স্যরের মুখ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।