আমাদের কথা খুঁজে নিন

   

বার্ন ইউনিট এবং অদৃশ্য হাত



গত ১৬ নভেম্বর কৌশিক ভাই বার্ন ইউনিট এর আই.সি.উ নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। সারা বাংলাদেশে একটি মাত্র সরকারী বার্ন ইউনিট ডি.এম.সি তে আছে এবং সেখানে কোন আই.সি.উ নেই। কদিন আগে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ফয়সাল ভাই (বুয়েট,সিভিল) ক্যামিকাল বার্ন হয়ে মারা গেছেন। বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেসি ইউনিট থেকে উনাকে যখন সিটি হসপিটালে নেওয়া হয় তখন সেখানে উনি মারা যান। ডি.এম.সি তে এক বছর ধরে ৮ জন ডাক্তার আছেন যাদের স্পেশালি আই.সি.ইউ তে নিয়োগ দেয়া হয়েছে।

অথচ সেখানে কোন আই.সি.ইউ নেই। আই.সি.ইউ চালু হওয়ার প্রাথমিক যন্ত্রপাতিও আছে। কিন্তু কোন এক অজানা কারনে সেখানে আই.সি.ইউ চালু হয়নি আজ পর্যন্ত। বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেসি ইউনিটে যে কয়টি সিট আছে তার জন্য সার্বক্ষনিক ডাক্তার এবং নার্স আছেন। কিন্তু তারপরও তা গুরুতর রোগীদের জন্য যথেষ্ট নয়।

আই.সি.ইউ তে রোগীর ভেন্টিলেটরি মনিটরিং শহ আরো কিছু জীবন রক্ষাকারী ফাংশানের ব্যাবস্থা আছে। একটা প্রাইভেট হাসপাতালে একজন বার্নরোগী কে চিকিৎসা করা অনেক খরচের এবং উল্টো করে বলতে, হাসপাতালের জন্য অনেক লাভজনক। ডি.এম.সি'র ডাক্তার রাই সেখানে চিকিৎসা করেন। যেখানে আই.সি.ইউ'র জন্য একবছর ধরে ৮ জন ডাক্তার আছেন এবং আই.সি.ইউ চালু করার প্রাথমিক যন্ত্রপাতি আছে সেখানে প্রাইভেট হাসপাতালের "শক্তিধর" মালিকদের প্রভাবে সেখানে আই.সি.ইউ চালু করা যাচ্ছেনা এমনটা আমি সরাসরি বলতে চাই না। কিন্তু এই রহস্যের আর কোন সমাধান নেই।

যদি ৩/৪ টা সিট নিয়েও ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আই.সি.ইউ তাহলে আজ হয়ত ফয়সাল ভাইকে মারা যেতে হত না। যাদের লাখ টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ নেই তাদের অনেকেই প্রতিদিন বার্ন ইউনিটে মারা যাচ্ছেন একটি আই.সি.ইউ'র অভাবে। এ ঘটনাগুলো আমরা জানি না। তাই আমাদের দৃষ্টি সেদিকে নেই। প্রাইভেট হাসপাতেল লোভী অদৃশ্য হাত গুলো ফয়সাল ভাইয়ের মত আরো অনককে গলা চিপে মেরে ফেলছে।

ব্যাক্তিগত ভাবে আমি ফয়সাল ভাইকে চিনি না। এমন কি আমি বুয়েটে পড়ি না। কিন্তু উনার মৃত্যু আমাকে নাড়া দিয়েছে এই কারনে..যে উনি অদৃশ্য হাতের লোভের শিকার। ব্লগে অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা চাইলে এই অদৃশ্য লোভীগুলোর মুখোশ খুলে দিতে পারেন। আজ ফয়সাল ভাইয়ের মত আমার ভাইকেও এই লোভের শিকার হতে হইতে পারে।

ব্লগে একজন আরেকজন কে আক্রমন না করে চলুন এর বিরুধ্বে সোচ্চার হই। আমি সাংবাদিকও নই..তাই আমি ব্লগের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। কৌশিক ভাইকে আবারও ধন্যবাদ আই.সি.ইউ বিষয়টি তুলে আনার জন্য Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.