আমাদের কথা খুঁজে নিন

   

টিপস: সিডি বার্ন করার সময় বুট ডিস্ক হিসেবে বার্ন করুন..

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

যদিও এখন আর আলাদা বুট ডিস্ক দিয়ে পিসি বুট করাতে হয় না অপারেটিং সিষ্টেম সেটাপ করার জন্য, তবুও বুট ডিস্ক একটি প্রয়োজনীয় বস্তু। অন্তত নতুন একটি হার্ড ডিস্ককে পার্টিশান করার জন্য (ধরি আপনার হাতের কাছে অন্য কোন পিসি নাই যে মাউন্ট করে পার্টিশন করে ফেলবেন) পুরনো সেই ডস প্রম্পটে ফিরে যেতেই হবে। তখনি আপনার দরকার হবে একটি বুট ডিস্কের। আবার ধরুন বাজারে পাওয়া যাচ্ছে যেসব এক্সপি'র সিডি, সেগুলোতে দেখবেন বুট ডিস্ক দেয়া রয়েছে। এরকম একটি ডিস্ক আপনার নিজেরো বানানো ইচ্ছে জাগতে পারে।

অথবা ধরুন আপনার পেন ড্রাইভটিকে একটি বুট ডিস্ক (ফুল ফাংশানাল) হিসেবে ব্যবহার করতে চান। ফরমেট করার সময় যে ডিস্ক বানানো যায়, সেটা দিয়ে অনেক কাজ করা যায় না। তাহলেও আপনার একটি পূর্নাঙ্গ বুট ডিস্ক লাগবে। তাহলে চলুন ডাউনলোড করে ফেলি এরকম একটি বুট আইএসও... Click This Link এটিকে আপনি নিরো দিয়ে সরাসরি সিডিতে বার্ন করে নিতে পারেন, অথবা PowerISO দিয়ে ফাইলগুলো এক্সট্রাক্ট করে যোকন মোবাইল মিডিয়াতে ব্যবহার করতে পারেন। --- এখানে কোন মন্তব্য গ্রহন করা হবে না।

মন্তব্য বা জিজ্ঞাসা থাকলে কম্পিউটার গ্রুপে গিয়ে করতে পারেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।