আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৭৮ (কষ্ট দেওয়ার অধিকারইযে ভালোবাসা!)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৭৭ (তোর কপালে লেখা ছিলাম, মুছবিনাতো?) সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন : অনু : হুমম.. বল্ সোনা : আমার অষ্টপ্রহর নষ্ট করে দে : ! (ভ্রু কুঞ্চিত) : আষ্টেপিষ্টে নষ্ট হতে কষ্ট জাগে : এ আবার কেমন কষ্ট! : মন-গহীনে সুখ-সর্পের মরণ-ছোবল : পাগলী হলি? : আমি সপ্তী'কে তো পাগলী'ই ডাকিস! : এ্যাই কি হলো আজ! : জানিনা রে , ব্যাকুল মন আকূলি করে : শুধু শুধু! : নাহ্, তোর একটু সোহাগ পেতে : : তোর দেয়া অত্যাচারের কষ্ট পেতে : (চুপ) : এ্যাই, অনু কি হলো তোর? : মন-আকাশে মেঘের প্রকোপ : পাগলী কারণ? ভয় পেয়েছিস্ : উঁহু... : কষ্ট দিতে ইচ্ছা করে তোরে : (চুপ) : বিবেকহীন কষ্ট যত : এতে মন খারাপের কী হলো! : সপ্তী, যারে ভালোবাসি তারে কষ্ট কেন দিবো! : বুদ্ধু, ঐ কষ্ট দেওয়ার অধিকারইযে ভালোবাসা! ১৫-১১-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।