আমাদের কথা খুঁজে নিন

   

বাঁধন হারা

যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....
কত গ্রাম কত দেশ, পার হয়ে উড়ে চলেছি একা-- আমি বন্ধন-হারা আকাশের পাখী ছেড়ে চলে যাই দিগন্তের নীল রেখা। অনন্ত আকাশ মোর পানে চেয়ে ডাকে মোরে আয় আয়- হেথায় রচিব তব বাসর যামিনী কাঁদিসনে বৃথা নিরাশায়। চাঁদের আলোকে অবগাহি আমি বাধিনু আশার নীড়, তবু যেন হায় ঘুচিলনা ব্যথা সীমাহীন সম বারিধির। আকুল আবেগে উড়ে চলি আরও নাহি যেন পথ শেষ, মিশিয়া রহিতে নভো-নীল সাথে যেথা মোর প্রিয় দেশ। তারার মালিকা পরায়ে কন্ঠে জ্যোৎস্নায় পাতিব শয়ন, সেথা হবে শেষ পাওয়া মোর মধুর বাসর যাপন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।