আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক শিশুকে



আধপেটা খেয়ে রাতটি পেরোয়- দানব ট্রাকের শব্দে, কুয়াশা দানার হিমেল ছোঁয়ায় স্বপ্নরাও স্তব্ধে। ভোরের শিশির ঘাস মাড়িয়ে সঙ্গী ছেঁড়া ঝোলা; একলা কিশোর জলদি হাঁটে- ঝুট কুড়োনোর বেলা। ত্রস্ত পায়ে ক্ষিপ্র গতি, বুঝি প্রহরী জাগে- ভাবনায় ঝড়- ফিরতে হবে, রোদ জ্বালানোর আগে। ভাঙারী দোকান- শকুনী চোখের শ্বাপদের দয়া হলে আশার চাউনী প্রাণপণে জপে- না জানি ক প'সা মেলে। ধীর পায়ে হাঁটা- হতাশার ছায়া যদিও দুপুর প্রখর; পথ ধরে হাটা, সে পথেই ফেরা-পথেই বানানো ঘর। প্রতীক্ষাতে ছোট দুটি চোখ- ভাইটি কখন আসে; দুবেলা দুমুঠো নাইবা জুটুক, অপ্‌সরা যেন হাসে। পথের ধুলোতে এভাবেই কাটে দেবদূতেদের দিন; ঈশ্বর জানে- তাঁর খেলা জালে তিনিই শুধবে ঋণ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।