আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধের বিচারে সবার ফাঁসি হতে হবে কেন!!

পৃথিবীতে অনেক দেশেই যুদ্ধাপরাধের বিচার হয়েছে এবং হচ্ছে। কারও কারও ফাঁসি হচ্ছে, কারও বা যাবজ্জীবন জেল, কারও হচ্ছে স্বল্প মেয়াদে সাজা। আমাদের দেশেও তাই হচ্ছে। যেসব দেশে ফাঁসির আইন নাই সেসব দেশে জেল হচ্ছে, ৩০/৪০ বছর বা তারও বেশি। আমাদের দেশে ফাঁসির আদেশ আছে।

একজনের ফাঁসি হয়েছে, অন্যজনের জেল। বাকীদের ফাঁসিও হতে পারে, জেলও হতে পারে, আবার নির্দোষ প্রমাণিত হতে পারে। বিচারক/আদালত দেখবে সেটা। আমরা কেন লাফালাফি করছি সেটা বুঝতে পারছি না। নাকি আমরা আগেই রায় দিয়ে বসে আছি!! যুদ্ধাপরাধ একটা বিশাল কমপ্লেক্স বিষয়, সরকারকে অনেক দিক সামলাতে হচ্ছে।

আন্তর্জাতিক কূটনীতিও জড়িত। তবে বিচার সুষ্ঠু হোক এই আশা আমরা সবাই করি। আর তাছাড়া ট্রাইবুনাল বা এর বিচারকার্য নিয়ে কোন সংশয় প্রকাশ করা যাবে না বলে আইনও করা হয়েছে। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। যুক্তিহীন এবং আজে-বাজে মন্তব্য মুছে দিয়ে ব্লক করা হবে।

ধন্যবাদ সবাইকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.