আমাদের কথা খুঁজে নিন

   

১২০১০৫

ডুবোজ্বর

দুপুরের শূন্যতাকে ছাড়িয়ে গিয়েছি এখন দুপুর আমাকে ব্যঙ্গ করে পাহাড় দেখায় ঘুঘুর ডাক শোনায় ঝর্ণার উরুমূলে নিয়ে দাঁড় করায় দেখি রজঃস্বলাপাহাড় কীভাবে কার কান্নায় ঝর্ণা হয় সেও একা ঘুঘু একা পাহাড় একা আর দুপুরের শূন্যতা আমার চোখ কে ছুঁয়েছে দিকপালজারুলের গতর কোন ঝরাপাতায় ঝড় হয়েছে মর্মর একদিন শ্লোগানে গান ছিলো একদিন মিছিলে কথাকলি এখন অলিগলি ঘুরে আসে চিরচেনাফসিল আর দুপুর আমাকে ব্যঙ্গ করে প্রতিদিনই দেখায় মরীচিকাঝিল

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.